fbpx
Ad imageAd image

বাংলাদেশীবাদ-১

হাসিবুল হোসাইন।

ফিচার ডেস্ক
ফিচার ডেস্ক

এক অনন্য জাতীয়তার উত্থান! বাংলাদেশীবাদ-১

বাংলাদেশীবাদ ১ Kishorganjpost

বর্তমান বাংলাদেশের ভৌগলিক মানচিত্র কেবল একটি তথাকথিত আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত সার্বভৌম রাষ্ট্রের পরিচয়সর্বস্ব স্বত্বা নয়। বরং,পদ্মা-মেঘনা-যমুনাপাড়ের আপামর জনতার হাজার বছরের লালিত আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি, সহস্রাব্দের রক্তদান ও চরম ত্যাগের গাঁথুনীতে গাঁথা এক অনন্য জাতীতে পরিণত হওয়ার ঐতিহাসিক গৌরব। যে জাতির মানুষেরা কেউ মুসলিম কেউ হিন্দু-বৌদ্ধ-জৈন কেউ খ্রিষ্টান। ঠিক যেন বাহারি রঙের রত্নে গড়া এক মণিহার।

বর্তমান শিক্ষা ব্যাবস্থার ইতিহাস অংশে বাংলাদেশের অভ্যুদয় বিবেচনায় বৃটিশশাসন তথা কোম্পানিশাসনোত্তর সিপাহী বিদ্রোহ পরবর্তী ঘটনাসমাচার, বিশেষভাবে ৪৭’ পরবর্তী পাকিস্তান শাসনামল ও ৭১’ এর চুড়ান্ত মুক্তিযুদ্ধের ইতিহাস চর্চায় গুরুত্বারোপ করা হয়। একজন বাংলাদেশী হিসেবে প্রত্যেকের নৈতিক দ্বায়িত্ববোধের জায়গা থেকে নিজের ঐতিহাসিক পরিচয় ও প্রজন্মের ধারাবাহিক সুদীর্ঘ আত্মদানের ইতিহাস আরও নিবিড়ভাবে জানা ও চর্চা করা উচিৎ। এই পূর্ব বাংলার মানুষ হাজার বছর ধরে মুক্তির সংগ্রামে দুঃসাহসিক বীর সেনানী। হিন্দু-অধ্যূষিত বঙ্গাল মুলুকের মুক্তিকামী নিম্নবর্গের হিন্দু সমাজ বর্ণপ্রথার সাম্রাজ্যবাদী শোষণকল হতে মুক্ত হওয়ার জন্য বৌদ্ধভিক্ষু হয়েছেন।

পরম সত্য আগমণের প্রারম্ভিক সময় হতেই মুক্তির আশায় দলে দলে ইসলাম গ্রহণ করে উগ্র-ব্রাক্ষ্মণতন্ত্রের বিরুদ্ধে রুখে দাড়িয়েছেন। বাংলাভাষা-ভাষী মুসলমানদের বাঙালী মুসলমান হিসেবে এক ও অভিন্ন স্বত্বায় পরিণত হতে আজ অবধি সংগ্রাম করে যেতে হচ্ছে। এই বাঙালি মুসলমানেরাই মোঙ্গল-মোঘল-বৃটিশ-পাক সকল সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে চুড়ান্ত মুক্তি অর্জনের লক্ষ্যে। এই মুক্তি সংগ্রামের এক অনন্য ও তাৎপর্যপূর্ণ বিষয় হলো অসংখ্য হিন্দু বাঙালির এ সংগ্রামে অংশগ্রহন ও আত্মত্যাগের ইতিহাস।যার দরুন বাংলাদেশীবাদ বলতে কেবল একটি মুসলিম জনগোষ্ঠীর ইসলামী বিপ্লবকে বুঝায় না। বরং হিন্দু-মুসলিম মিলে সকল সাম্রাজ্যবাদী শোষণ থেকে পদ্মা-মেঘনার সন্তানদের মুক্ত রাখার এক ঐতিহাসিক মানবিক বিপ্লব ও প্রতিশ্রুতি;যাতে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশের প্রতিটি সন্তান।

- Advertisement -

এই সংগ্রামকে ব্যর্থ করতে যত শক্তিশালী সাম্রাজ্যবাদী অপশক্তির আবির্ভাবই হোক না কেন বাংলাদেশের প্রতিটি প্রাণ তা রুখে দেওয়ার মনোবাসনা লালন করে। বর্তমান বিশ্বে যতগুলো রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠিত আছে তাদের জাতীয় দর্শনের সাথে তুলনা করলে প্রকৃত বাংলাদেশীবাদ আদর্শ ও অনুকরণীয়। বাংলাদেশীবাদ বলতে এমন এক রাষ্ট্রের ইঙ্গিত করা হয় যেখানে ধর্ম-বর্ণ, ধনী-গরিব নির্বিশেষে মানবিক আত্মমর্যাদা ও অধিকার রক্ষার নিশ্চয়তা দেয়। সকল স্তরের মানুষকে অবাধে সরকার গঠন প্রক্রিয়ায় অংশগ্রহণের নিশ্চয়তা ও সুষ্ঠু-নিরপেক্ষ ফলাফলের ভিত্তিতে অহিংস ক্ষমতা হস্তান্তরের নৈতিকতা প্রতিষ্ঠা করে।

সকল বাংলাদেশীর ঐক্যবদ্ধ এ মুক্তিসংগ্রামকে ব্যর্থ করতে সাম্রাজ্যবাদী শক্তি সদা তৎপর।কখনও এ দলের কখনও বি দলের কাঁধে ভর করে তারা বাংলাদেশের হাজার বছরের মুক্তি সংগ্রামকে বাধাঁগ্রস্ত করে আসছে। তাই দলমত নির্বিশেষে সকল বাংলাদেশীকে সতর্ক থাকতে হবে। দল বা নেতার উর্ধ্বে বাংলাদেশের প্রশ্নে সকলকে তাৎক্ষণিকভাবে ঐক্যবদ্ধ হওয়ার ও থাকার মানসিকতা প্রস্তুত রাখতে হবে।

ক্ষমতাকে কেন্দ্র করে সীমা-লঙ্ঘনীয় এমন কোন রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কাজ করা যাবে না যেন বাংলাদেশী হিসেবে সকলের ঐক্যে কোন প্রকার ফাটল ধরে।।

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

ফলো করুন

সোশ্যাল মিডিয়াতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় খবর
মতামত দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *