এই প্রথম কবি কাজী নজরুলের বায়োপিক তৈরি হচ্ছে কলকাতায়। ছবিটি পরিচালনা করছেন আবদুল আলিম। আর এই ছবিতে নজরুলের চরিত্রে অভিনয় করবেন অভিনেতা কিঞ্জল নন্দ। এই ছবিতে তুলে ধরা হবে নজরুলের জীবনের নানা দিক। শৈশব থেকে জীবনের শেষ দিন পর্যন্ত। থাকবে অনকে জানা–অজানা কথা। ছবির নাম রাখা হয়েছে ‘কাজী নজরুল ইসলাম’। নজরুলের শৈশব থেকে শেষজীবন পর্যন্ত তুলে ধরা হবে এই ছবিতে। অভিনেতা কিঞ্জল বলেছেন, ‘আসছে শীত মৌসুমে শুরু হবে শুটিং।’কিঞ্জল আরও বলেছেন, ‘কাজী নজরুলের কথা তো ছোটবেলা থেকে শুনে আসছি। সেই ছবিতে অভিনয় করার সুযোগ পাওয়া তো ভাগ্যের ব্যাপার। আমি মুগ্ধ।
এখনই আমি নজরুলকে নিয়ে আরও বই পড়ছি। জানছি। ওই ছরিত্রটি ফুটিয়ে তোলার যারপরনাই চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি মনে করি, আমি পারব। তাই তো নজরুলকে নিয়ে এখন আমার ধ্যান শুরু হয়েছে। আমি চিত্রনাট্য লেখা শেষ হলে চিত্রনাট্যকার সৌগত বসুর সঙ্গে কথা বলব। চরিত্রের খুঁটিনাটি নিয়ে আলোচনা করব। কিঞ্জল এর আগে “বিনয়–বাদল-দীনেশ” ছবিতে বিনয় বসুর চরিত্রে অভিনয় করেছিলেন।’
কিঞ্জল এ কথাও বলেছেন, ‘ছবির চিত্রনাট্য পড়ে আমি মুগ্ধ হয়েছি। এত বড় চরিত্রে সুযোগ পাওয়া তো ভাগ্যের ব্যাপার! আমি গর্বিত। ছবির চূড়ান্ত নাম এখনো ঠিক হয়নি। তবে আপাতত ঠিক হয়েছে “কাজী নজরুল ইসলাম”।’
জানা গেছে, এ ছবিতে আরও অভিনয় করবেন শেরে বাংলার ফজলুল হকের ভূমিকায় খরাজ মুখোপাধ্যায়, বিরজা সুন্দরী দেবীর ভূমিকায় কাঞ্চনা মৈত্র। বাংলাদেশ থেকে আসবেন ফজলুর রহমান বাবু। তিনি অভিনয় করবেন ওস্তাদ আলি আকবর খানের ভূমিকায়।
আরও অভিনয় করবেন নলিনীকান্ত সরকার, অর্চিতা স্পর্শিয়া, শান্তিলাল মুখোপাধ্যায় প্রমুখ। আর এই বায়োপিকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকায় কে অভিনয় করবেন, তা নিয়ে নির্মাতারা আলোচনা চালিয়ে যাচ্ছেন। টালিপাড়ার খবর, এই চরিত্রে রঞ্জিত মল্লিক অথবা চিরঞ্জিৎ চক্রবর্তীর নাম ভাবা হচ্ছে। ছবিটি প্রযোজনা করছেন জেবি প্রোডাকসন। সংগীত পরিচালনার দায়িত্বে থাকবেন জয় সরকার।
এলএবাংলাটাইমস/এজেড
Subscribe
Subscribe to our newsletter to get our newest articles instantly!