fbpx
Ad imageAd image

সিলেট বিমানবন্দরে ৩০ কেজি সোনা জব্দ, আটক ৯ জন

সিলেট ওসমানী বিমানবন্দরের এই কর্মকর্তা আরও বলেন, “বিস্তারিত জানাতে আমাদের আরেকটু সময় লাগবে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আসছেন। তারা আসলে আমরা সবগুলো ওপেন করবো। আটকরা আমাদের কাস্টডিতে আছেন।”

কিশোরগঞ্জ পোস্ট
কিশোরগঞ্জ পোস্ট
সিলেট বিমানবন্দরে ৩০ কেজি সোনা জব্দ, আটক ৯ জন

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০ কেজি সোনাসহ ৯ যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। 

আটকরা সবাই দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-২৪৮ ফ্লাইটের যাত্রী। শুক্রবার সকাল ৮টা ৫০ মিনিটে ফ্লাইটটি নামলে তাদেরকে আটক করা হয় বলে জানিয়েছেন কাস্টমসের বিমানবন্দর ও এয়ারফ্রেইট বিভাগের সহকারী কমিশনার মো. সাজেদুল করিম। 

তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম-পরিচয় জানা যায়নি তবে আটকদের মধ্যে কয়েকজন শিশু আছে বলে জানা গেছে।

সহকারী কমিশনার সাজেদুল জানান, গোপন তথ্যের ভিত্তিতে কাস্টমস ইন্টেলিজেন্স, কাস্টমস এবং এনএসআইয়ের যৌথ অভিযানে চোরাচালানের বিপুল পরিমাণ স্বর্ণ আটক করা হয়েছে।  আটক করা প্রায় ৩০ কেজি ওজনের এসব সোনার মধ্যে আছে ২৮০টি বার ও ছয়টি ডিম আকৃতির স্বর্ণখণ্ড।

- Advertisement -

তিনি বলেন, “প্রাথমিকভাবে আমরা ৯ যাত্রীকে সাসপেক্ট করেছি। এর মধ্যে কম বয়সী বাচ্চারাও আছে। তবে ৩-৪ জন বলছে, তারা কিছুই জানেন না।” 

সিলেট ওসমানী বিমানবন্দরের এই কর্মকর্তা আরও বলেন, “বিস্তারিত জানাতে আমাদের আরেকটু সময় লাগবে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আসছেন। তারা আসলে আমরা সবগুলো ওপেন করবো। আটকরা আমাদের কাস্টডিতে আছেন।”

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

ফলো করুন

সোশ্যাল মিডিয়াতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় খবর
মতামত দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *