নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। ১৭ সদস্যের উপদেষ্টা পরিষদের মধ্যে প্রধান উপদেষ্টাসহ ১৪ জন আজ বৃহস্পতিবার রাতে শপথ নিয়েছেন। বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাঁদের শপথ পড়ান। আরো ৩ জন উপদেষ্টা ঢাকায় উপস্থিত না থাকায় শপথ নিতে পারেননি।
এর আগে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে বঙ্গভবনের দরবার হলে প্রবেশ করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার শপথ ও গোপনীয়তার শপথ গ্রহণ করেন ইউনূস। জাতীয় সঙ্গীত দিয়ে অনুষ্ঠান শুরু হয়। ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। ৯টা ২০ মিনিটে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার শপথ পড়ানো শুরু করেন।
প্রথমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন ড. মুহাম্মদ ইউনূস। পরে উপদেষ্টামণ্ডলীর সদস্য হিসেবে সালেহ উদ্দিন আহমেদ, আসিফ নজরুল, আদিলুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রেজওয়ানা হাসান, শারমিন মুরশিদ, এম সাখাওয়াত হোসেন, আ ফ ম খালিদ হাসান, ফরিদা আখতার, নূরজাহান বেগম, মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূইয়া শপথ নেন। বাকি ৩ উপদেষ্টা ফারুক–ই–আজম, সুপ্রদীপ চাকমা, বিধান রঞ্জন রায় পরে শপথ নেবেন।
এর আগে বৃহস্পতিবার রাত ৮টা ২৫ মিনিটে এসএসএফের প্রটোকলে বঙ্গভবনে আসেন ড. ইউনূস। জনতা তাকে হাত নাড়িয়ে অভিবাদন জানান, স্লোগান দেয়। আজ দুপুর ২টা ১০ মিনিটে ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফেরেন ড. ইউনূস। তাকে স্বাগত জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, অন্য দুই বাহিনীর প্রধান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা, সুশীল সমাজের প্রতিনিধিরা।
Related
Subscribe
Subscribe to our newsletter to get our newest articles instantly!