fbpx
Ad imageAd image

ম্যাক্সওয়েলের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সিরিজ জয়

কিশোরগঞ্জ পোস্ট
কিশোরগঞ্জ পোস্ট

এইতো কয়েকদিন আগের কথা। ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে গ্লেন ম্যাক্সওয়েল করেছিলেন অতিমানবীয় ডাবল সেঞ্চুরি। তারপর ব্যাট হাতে খুব শান্ত হয়ে গিয়েছিলেন। অনেকদিন শান্ত থাকার পর আজ আবারো ফিরলেন তার স্বরূপে। রীতিমতো ব্যাট হাতে বাইশ গজে তান্ডব চালালেন অজি হার্ডহিটার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করে ফেললেন বিধ্বংসী এক সেঞ্চুরি। ফলে ২৪১ রানের বিশাল এক পুজি পায় অস্ট্রেলিয়া। জবাবে ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ক্যারিবিয়ানরা করেছে ২০৭ রান। এতে ৩৪ রানে ম্যাচ জিতে এক ম্যাচ বাকি থাকতেই তিন ম্যাচের সিরিজ নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া।

অ্যাডিলেডে আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠায় সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসের দ্বিতীয় ওভারেই ওপেনার জশ ইংলিসকে (৪) ফিরিয়ে দিয়ে জেসন হোল্ডার বার্তা দেওয়ার চেষ্টা করেন যে টস জিতে ফিল্ডিং নেওয়াটা বোকামি হয়নি। কিন্তু তার এই বার্তাকে আমলেই নেয়নি অজিরা। ওয়ান ডাউনে এসেই মারতে থাকেন অজি অধিনায়ক মিচেল মার্শ। ১২ বলে ২৯ রান করে ওয়ার্নারের সঙ্গে ৪৩ রানের জুটি গড়েন। ষষ্ঠ ওভারে মার্শ ফেরার পর, সপ্তম ওভারেই বিদায় নেন ১৯ বলে ২২ রান করা ওয়ার্নার।

ইনিংসের বাকি অংশটুকু শুধু ম্যাক্সওয়েলের বললে ভুল হবে না। ৫০ বলে ৯ চার ও ৭ ছয়ে টি-টোয়েন্টিতে নিজের পঞ্চম সেঞ্চুরি করেন ম্যাক্সওয়েল । সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় ভারতের ওপেনার রোহিত শর্মার রেকর্ডে ভাগ বসান তিনি। শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৫৫ বলে ১২ চার ও ৮ ছয়ে ১২০ রান করে। আর স্টয়নিসের ১৫ বলে ১৬ ও টিম ডেভিডের ৩১* রানের ক্যামিওতে শেষ পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ২৪১ রানের বিশাল সংগ্রহ পায় অজিরা। ক্যারিবিয়ানদের পক্ষে জেসন হোল্ডার নেন ২টি উইকেট।

২৪২ রানের পাহাড়সম লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। দ্রুত রান তুলতে গিয়ে উইকেট হারায় তারা। দলীয় ৬৩ রানের মধ্যেই টপ অর্ডারের ৫ ব্যাটসম্যান হারিয়ে রীতিমতো ধুঁকতে থাকে ক্যারিবিয়ানরা। রোভম্যান পাওয়েল ও আন্দ্রে রাসেল মিলে রান রেটের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে থাকলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। দলীয় ১১০ রানে ১৬ বলে ৩৭ রান করে সাজঘরে ফিরে যান রাসেল।

- Advertisement -

তবে একপ্রান্ত আগলে রেখে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন অধিনায়ক পাওয়েল। কিন্তু দলীয় ১৭৬ রানে ৩৬ বলে ৬৩ রান করে আউট হন পাওয়েল।শেষ দিকে হোল্ডারের ১৬ বলে অপরাজিত ২৮ রানে ভর করে ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ২০৭ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। অস্ট্রেলিয়ার পক্ষে মার্কাস স্টয়নিস নেন সর্বোচ্চ ৩টি উইকেট।

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

ফলো করুন

সোশ্যাল মিডিয়াতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় খবর
মতামত দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *