fbpx
Ad imageAd image

মনের মেঘালয়

সুপ্তি বসু

কিশোরগঞ্জ পোস্ট
কিশোরগঞ্জ পোস্ট
মনের মেঘালয়

কতগুলো বিনিদ্র রাত করেছি পার 

কতগুলো গোধূলি কাটিয়েছি একা, 

কতগুলো বিকেল কাটিয়েছি উদাসীন 

কতগুলো সকালের আলো দেখেনি এ চোখ। 

- Advertisement -

তবুও দিন কেটে যায় দিনেরই মতন 

রাত আসে রাতেরই মতন 

সময় বয়ে যায় সময়েরই মতন 

শুধু থেমে থাকে এ মন। 

মন সে তো বাঁধন ছাড়া 

- Advertisement -

মন শোনে না মনেরই কথা। 

মন কী যে চায় সেতো আজও বোঝা দায়! 

মনের শূন্যতা আর হাহাকার সে তো মনই শুনতে পায়।

- Advertisement -

মন চায় মাঝে মাঝে চিৎকার করে বলতে

দুঃখ, গ্লানি, ক্লান্তি আর অবসাদের বর্ণমালা বিশ্বকে জানতে 

কিন্তু বাধা হয়ে দাঁড়ায় সমাজ, বাধা দেয় বাস্তবতা। অবশেষে মন হেরে যায়, শান্ত সে রয় 

বারবার ফিরে চায় সে শূন্যতার পানে, 

কথা বলে যায় মন মনেরই সাথে 

শুধু সঙ্গী হয় আকাশের ওই চঞ্চল মেঘগুলো 

মেঘগুলোকে সঙ্গী করে মন আজ মেঘালয়ে 

সবকিছু ফেলে শূন্য-রিক্ত হাতে 

হারিয়ে যায় মন আজ আপন মনে।

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

ফলো করুন

সোশ্যাল মিডিয়াতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় খবর
মতামত দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *