বিশ্বের সবচেয়ে প্রবীণ ব্যক্তি স্পেনের মারিয়া ব্রেনিয়াস মোরেরা আর নেই। গতকাল মঙ্গলবার ১১৭ বছর বয়সে মারা গেছেন তিনি।
পরিবারের পক্ষ থেকে মারিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মারিয়ার জন্ম যুক্তরাষ্ট্রে। তিনি প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখেছেন।
গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মারিয়ার পরিবার লিখেছে, ‘মারিয়া আর আমাদের মধ্যে নেই। তিনি চেয়েছিলেন যেন ঘুমের মধ্যেই তাঁর মৃত্যু হয়। তাঁর চাওয়া পূরণ হয়েছে। তাঁর দয়ালু মনোভাব ও পরামর্শ আজীবন আমরা মনে রাখব।’
১১৮ বছর বয়সে ফ্রান্সের লুসিল র্যানডনের মৃত্যুর পর ২০২৩ সালের জানুয়ারিতে মারিয়াকে বিশ্বের প্রবীণতম ব্যক্তির স্বীকৃতি দেয় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ। এখন প্রবীণ ব্যক্তি জাপানের তোমিকো ইতুকা। ১৯০৮ সালে জন্ম নেওয়া ইতুকার বয়স ১১৬ বছর।
Related
Subscribe
Subscribe to our newsletter to get our newest articles instantly!