fbpx
Ad imageAd image

নবিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে অভিজ্ঞ বাংলাদেশের লজ্জাজনক হার

কিশোরগঞ্জ পোস্ট
কিশোরগঞ্জ পোস্ট

টি-টোয়েন্টির র‍্যাংকিংয়ে ১৯তম স্থানে থাকা নবিন যুক্তরাষ্ট্রের কাছে ৫ উইকেটে হেরে গেছে টাইগাররা। এটাই ছিল বাংলাদেশযুক্তরাষ্ট্রের ক্রিকেটের যেকোনো ফরম্যাটে খেলা উদ্বোধনী ম্যাচ। তাওহীদ হৃদয়ের ব্যাটে ভর করে ১৫৪ রানের টার্গেট দেয় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ১৯.৩ ওভারে মাত্র ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌছে যায় যুক্তরাষ্ট্র।

সব কিছু বদলে গেলেও ব্যাট হাতে টাইগারদের দেখা গেল সেই পুরনো রূপেই। পুরো ২০ ওভার ব্যাট করে কোনোরকমে পাড়ি দিয়েছে দেড় শ’ রানের গণ্ডি। আগে ব্যাট করে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১৫৩ রান।

- Advertisement -

বিশ্বকাপের আগে প্রস্তুতি নিতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। মঙ্গলবার প্রথম ম্যাচে মাঠে নামে টাইগাররা। যা যুক্তরাষ্ট্রের বিপক্ষে টাইগারদের প্রথম আন্তর্জাতিক ম্যাচও বটে। স্মরণীয় এমন ম্যাচে টসে হের আগে ব্যাট করতে নেমে ৪.৩ ওভারে ভাঙে বাংলাদেশের উদ্বোধনী জুটি। যুক্তরাষ্ট্রের সাথেও পেরে উঠেননি লিটন দাস। আজও ব্যাট হাতে ব্যর্থ তিনি। ১৫ বলে ১৬ রানের বেশি করতে পারেননি তিনি, জাসদ্বীপ সিংহের বলে পড়েন এলবিডব্লিউর ফাঁদে।

তাওহীদ হৃদয় পাঁচে নামা সাকিব আল হাসানকে নিয়ে চেষ্টা করেন হাল ধরার। তবে দেখেশুনে খেলতে থাকা সাকিব পারেননি সঙ্গ দিতে। ভুল বুঝাবুঝিতে রান আউট হয়ে ফেরেন ১২ বলে ৬ রানে। তাতে ১১.২ ওভারে ৬৮ রানে ৪ উইকেট হারায় সফরকারীরা।

এরপর মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে তাওহীদ ঘুরে দাঁড় করান দলকে। গড়েন দুজনে ৪৭ বলে ৬৭ রানের জুটি। যদিও দু’জনের কেউ খুব একটা বাড়াতে পারেননি রানের গতি। মাহমুদউল্লাহ আউট হন ১৮.৪ ওভারে ২২ বলে ৩১ রানে। শেষ ওভারে এসে আউট হন তাওহীদ। তবে এর আগে ৪০ বলে তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় টি-টোয়েন্টি ফিফটি। ফেরেন ৪৭ বলে ৫৮ রানে। ৫ বলে ৯ রানে অপরাজিত থাকেন জাকের আলি। তিন ওভারে মাত্র ৯ রানে ২ উইকেট নেন স্টিভেন টেলর।

- Advertisement -

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

ফলো করুন

সোশ্যাল মিডিয়াতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় খবর
মতামত দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *