fbpx
Ad imageAd image

তোমরা সেদিন কোথায় যাবে?

কিশোরগঞ্জ পোস্ট
কিশোরগঞ্জ পোস্ট

হে জালিমের দল! তোমরা সেদিন কোথায় যাবে?

যেদিন-সত্য-মিথ্যা খুব স্পষ্ট হয়ে;

জনতা সত্যের পতাকা লয়ে,চির-বিদ্রোহী হাঁক দিয়ে দিয়ে-ন্যায়-প্রতিষ্ঠার শপথ নিয়ে-মহা-যুদ্ধের ডংকা বাজিয়ে- রাজপথে নেমে আসবে;

- Advertisement -

তোমরা সেদিন কোথায় যাবে? তোমরা সেদিন কোথায় যাবে?

যেদিন-খেটে খাওয়া সব শ্রমিকের দল-একসুরে গেয়ে ‘চল-চল-চল’,উপেক্ষা করে বারুদের নল,ভাঙতে তোমাদের শোষণকল-হাতুড়ি-কাস্তে-লাঙল-কোদালে মরণ আঘাত হানবে;

তোমরা সেদিন কোথায় যাবে? তোমরা সেদিন কোথায় যাবে?

যেদিন,টিফিনের পয়সায় পতাকা কিনে,ডুবিয়ে দেশকে রক্ত-ঋণে,ছাত্ররা এসে বুড়িগঙ্গার তীরে-বঞ্চিত সব মানুষের ভিড়ে-মৃত্যূকে ওরা তুচ্ছ করে- সাম্যের গান গাইবে;

তোমরা সেদিন কোথায় যাবে? তোমরা সেদিন কোথায় যাবে?

- Advertisement -

যেদিন,সুশীল-সমাজ খোলস ছেড়ে-কলম ফেলে লাঠি ধরে,সুশাসন আর মুক্তির তরে-স্বাধীন-বাংলার বুকে চড়ে-অফিস হতে ঘরে-ঘরে- দূর্গ গড়ে তুলবে;

তোমরা সেদিন কোথায় যাবে? তোমরা সেদিন কোথায় যাবে?

যেদিন,শিক্ষিত লাখো-বেকার মিলে-শিক্ষা-সনদ পুড়িঁয়ে ফেলে-আবু-সাঈদের লাশ কাঁধে তুলে-এই ব্যর্থ-রাষ্ট্র খাবে গিলে,তোমার গ্রেনেড কুড়িয়ে তারা তোমার দিকেই ছুড়বে;

- Advertisement -

তোমরা সেদিন কোথায় যাবে?

হে জালিমের দল! শেষবার ভেবে দেখো-তোমরা সেদিন কোথায় যাবে?

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

ফলো করুন

সোশ্যাল মিডিয়াতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় খবর
মতামত দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *