fbpx
Ad imageAd image

‘জামায়াত নিষিদ্ধে যেকোনো সময় প্রজ্ঞাপন জারি’

কিশোরগঞ্জ পোস্ট
কিশোরগঞ্জ পোস্ট

জামায়াত-শিবির নিষিদ্ধে যেকোনো সময় প্রজ্ঞাপন জারি করা হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার (৩১ জুলাই) সন্ধ্যায় সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

জামায়াত-শিবির নিষিদ্ধে নতুন করে অশান্তি হবে কিনা? এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জামায়াত-শিবিরই তো এই অবস্থা তৈরি করে রেখেছে। এই অবস্থা তৈরি করার পেছনে তাদের যথেষ্ট যোগসাজশ রয়েছে। কোটা আন্দোলনের সবকিছু মেনে নেওয়ার পরেও আন্দোলন থামছে না, সহিংসতায় রূপ নিয়েছে।’

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘পরামর্শদাতারা পরামর্শ না দিলে ছাত্ররা ধ্বংসাত্মক কর্মকাণ্ড ঘটাতো না। এই যে এত মানুষ হতাহত হয়েছে, সবই কী পুলিশের গুলিতে হয়েছে? আমরাও প্রকাশ করব, কার গুলিতে কতজন নিহত হয়েছে, আহত হয়েছে। সবই আমরা প্রকাশ করব। এ সব কিছু ছাত্ররা করেনি। ছাত্রদের পেছন থেকে জামায়াত-বিএনপি ও অন্য জঙ্গি সংগঠনগুলোও সম্পৃক্ত ছিল বলে আমরা জেনেছি।’

তিনি আরও বলেন, ‘যে কারণে অনেকদিন ধরে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করার দাবি ছিল, সেটা বাস্তবায়নের প্রক্রিয়া চলছে। এই পরিস্থিতির অবনতির জন্য যারা আছেন, তাদেরও আইনের সামনে আনার প্রক্রিয়া চলছে। যারা এগুলো করছেন, জনগণকে সে সম্পর্কে জানাতে হবে।’

- Advertisement -

জামায়াত-শিবিরের নিষিদ্ধের প্রক্রিয়া কোন পর্যায়ে আছে? এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জামায়াত-শিবির আগেই নিষিদ্ধ ছিল। জিয়াউর রহমান এসে তাদের দল করার রাজনৈতিক অধিকার দিয়েছে। এ দেশের মুক্তিযুদ্ধের পক্ষের দলগুলো এবং সুশীল সমাজও জামায়াত নিষিদ্ধের কথা বলে এসেছে। এটা জনগণেরও দাবি।’ তিনি বলেন, ‘সোমবার ১৪ দলের সঙ্গে বৈঠকে সবাই এ দলটিকে নিষিদ্ধ করার জন্য পরামর্শ দিয়েছে।’

বুধবারই জামায়াত-শিবির নিষিদ্ধ হবে কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অনেক কিছু হতে পারে। তবে এখনো আমি বলব, এটা প্রক্রিয়াধীন। সন্ত্রাস দমন আইনের ১৮ অনুচ্ছেদে এমন একটি সুযোগ রয়েছে। কাজ চলছে, সিদ্ধান্ত এলেই আমরা ঘোষণা দেবো। আপনারা যদি সবকিছু এখনই জানতে চান, আমি জানাতে পারব না।’

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

ফলো করুন

সোশ্যাল মিডিয়াতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় খবর
মতামত দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *