fbpx
Ad imageAd image

জাপানের ইয়াকুশিমায় ৮জন নাগরিক নিয়ে মার্কিন বিমান বিধ্বংস 

CV-22 ওস্প্রে মডেলের বিমানটি ইয়াকুশিমা বিমানবন্দরে অবতরণের চেষ্টা করছিল। ধারণা করা হচ্ছে বিমানটি ইয়ামাগুচির আইওয়াকোনি বেইজ থেকে ওকিনাওয়ার কাদেনা বেইজে যাচ্ছিল।

কিশোরগঞ্জ পোস্ট
কিশোরগঞ্জ পোস্ট
জাপানের ইয়াকুশিমায় ৮জন নাগরিক নিয়ে মার্কিন বিমান বিধ্বংস।

স্থানীয় গণমাধ্যমকে কোস্ট গার্ড কর্মকর্তারা জানিয়েছেন, ইয়াকুসিমায় বিমানের ভগ্নস্তূপ পাওয়া গেছে। জাপানের এনএইচকে সংবাদ মাধ্যম জানায় CV-22 ওস্প্রে মডেলের বিমানটি ইয়াকুশিমা বিমানবন্দরে অবতরণের চেষ্টা করছিল। ধারণা করা হচ্ছে বিমানটি ইয়ামাগুচির আইওয়াকোনি বেইজ থেকে ওকিনাওয়ার কাদেনা বেইজে যাচ্ছিল।

২৯শে নভেম্বর, ২০২৩ সালে পশ্চিম জাপানের কাগোশিমা প্রিফেকচারের ইয়াকুশিমা দ্বীপের কাছে সমুদ্রে হেলিকপ্টার বিধ্বংসের সেই স্থানে একটি জাপান কোস্ট গার্ড জাহাজ অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা করে। যেখানে একটি মার্কিন সামরিক বিমান CV-22 ওসপ্রে মহড়ারত অবস্থায় ছিল, এই ছবিটি কিয়োডোর থেকে তোলা।

রয়টার্স জানায়, জাপানের প্রধান ক্যাবিনেট সেক্রেটারি হিরোকাজু বলেন, স্থানীয় সময় দুইটা চল্লিশ মিনিটে রাডার থেকে হারিয়ে যায়।

ছবি- গুগল ম্যাপ।

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

ফলো করুন

সোশ্যাল মিডিয়াতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় খবর
মতামত দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *