ভিসা ও মাস্টারকার্ডের মতো আন্তর্জাতিক কার্ডের ওপর নির্ভরতা কমাতে ও বৈদেশিক মুদ্রা সাশ্রয় করতে ‘টাকা পে‘ নামে দেশে এই প্রথম নিজস্ব কার্ড চালু হয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে এই কার্ডের উদ্বোধনের করেন।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার, ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন, সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিনসহ কয়েকজন ব্যাংক কর্মকর্তা উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন।
ভিসা ও মাস্টারকার্ডের মাধ্যমে ব্যাংক বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান গুলোর মধ্যে টাকার ইলেক্ট্রনিক স্থানান্তর করা হয়।এই প্রতিষ্ঠান গুলো ক্রেডিট, ডেবিট ও প্রিপেইড কার্ডের জন্য ব্র্যান্ডেড পেমেন্ট প্রসেসিং পরিষেবা দেয় যা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান গুলো তাদের গ্রাহকদের অফার দিয়ে থাকে।বাংলাদেশ ব্যাংক পরিচালিত ইলেকট্রনিক পেমেন্ট প্ল্যাটফর্ম ‘ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ’ ব্যবহারের মাধ্যমে ‘টাকা পে’ জাতীয়ভাবে একই সেবা দেবে।
রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক ও ব্র্যাক ব্যাংক ‘টাকা পে’ কার্ড ইস্যু এবং গ্রাহক সেবা দিতে প্রস্তুত রয়েছে। এই প্ল্যাটফর্মে বিদেশি ব্যাংক ও প্রতিষ্ঠান যুক্ত হলে ‘টাকা পে’ বিদেশেও ব্যবহার করা যাবে।শিগগিরই অন্যান্য ব্যাংকগুলোও এই কার্ড গ্রহণ করবে বলেও জানা যায়।এই কার্ডটি প্রাথমিক ভাবে দেশে ব্যবহারের জন্য চালু করা হচ্ছে।
Related
Subscribe
Subscribe to our newsletter to get our newest articles instantly!