অনেক হুমকি ধামকি, মারপিট,মামলা মোকদ্দমার মারপ্যাঁচকে উপেক্ষা করে ছাত্র, শিক্ষক এবং এলামনাইদের নিয়মতান্ত্রিক ধারাবাহিক শান্তিপূর্ণ আন্দোলনের ফসল অবশেষে ঘরে উঠেছে। দখলদার বিয়াম স্কুল আজ থেকে কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় ছাত্রাবাস ও খেলার মাঠের দখল ছেড়ে দিয়ে পুরাতন কালেক্টর ভবনে শিফট হয়েছে।
বিভিন্ন সময়ে গড়ে উঠা এই আন্দোলনে অনেকেরই বিশেষ অবদান আছে। সবার সম্মিলিত প্রয়াস এবং সদিচ্ছা ছিলো বলেই এটা সম্ভব হয়েছে। তবে বিশেষ ধন্যবাদ প্রাপ্য স্কুলের বর্তমান ছাত্রদেরই। তারা ভয় কে জয় করে কদিন আগেই আনুষ্ঠানিক ভাবে বিজয় নিশান উড়িয়ে দিয়ে এসেছিলো ছাত্রাবাসে।
Related
Subscribe
Subscribe to our newsletter to get our newest articles instantly!