গত বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এসআই মো. নজরুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে অফিসার-ফোর্সের সহায়তায় বিশেষ অভিযানে প্রায় সন্ধ্যা ৭.২০ মিনিটে কিশোরগঞ্জ সদর থানাধীন যশোদল ইউনিয়নের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ রোডে কাজল জেনারেল ষ্টোর এর সামনের পাকা রাস্তার পাশে অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয় আসামি সুজন (২৭) কে, পিতা: মমিন, সাং: কাতিয়ারচর এবং আসামির হেফাজতে থাকা সর্বমোট ১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে ডিবি পুলিশের হেফাজতে নেয়।
অপরদিকে, গত বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এসআই মো. জুয়েল মিয়া গোপন সংবাদের ভিত্তিতে অফিসার-ফোর্সের সহায়তায় বিশেষ অভিযানে প্রায় ৮.১৫ মিনিটে পাকুন্দিয়া থানাধীন দক্ষিণখামায় বিল্লাল হোসেন এর মোদির দোকানের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয় আসামি মো. জামাল উদ্দিন (৩৮) কে, পিতা: মৃত দুলু, সাং: কাগারচর এবং আসামির হেফাজতে থাকা সর্বমোট ১ কেজি গাঁজা জব্দ করে ডিবি পুলিশের হেফাজতে নেয়।
এছাড়াও, কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এসআই মো. আব্দুল জব্বার গোপন সংবাদের ভিত্তিতে অফিসার-ফোর্সের সহায়তায় বিশেষ অভিযানে প্রায় ৯.২৫ মিনিটে পাকুন্দিয়া থানাধীন পুলেরঘাট বাজারের রাজন টেলিকম এর সামনে কিশোরগঞ্জ-ভৈরব-ঢাকা মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে আসামি ১. মনির চৌধুরী (২০), পিতা: বাদল চৌধুরী, সাং: নীলগঞ্জ ভাসানিয়াপাড়া, ২. বাদল চৌধুরী (৫৩), পিতা: মৃত. রবিন্দ্র চৌধুরী, সাং: নীলগঞ্জ ভাসানিয়াপাড়া থেকে দুইজন কে গ্রেফতার করা হয় এবং তাদের কাছে থাকা সর্বমোট প্রায় ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজা এবং ১টি মোটর সাইকেল জব্দ করে ডিবি পুলিশের হেফাজতে নেয়।
এই তিনটি ঘটনায় আটক আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং আসামিদের কে কিশোরগঞ্জ জেলা আদালতে পাঠানো হয়েছে।
Related
Subscribe
Subscribe to our newsletter to get our newest articles instantly!