কিশোরগঞ্জে পাকুন্দিয়া উপজেলায় ৩৪ পিস ইয়াবাসহ মোস্তাকিম (৩০) নামে এক যুবক কে আটক করেছে পাকুন্দিয়া থানা পুলিশ।
গত রবিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মুনিয়ারীকান্দা এলাকায় বিশেষ অভিযান চালায় পাকুন্দিয়া থানা পুলিশ। এই সময় পাকুন্দিয়া থানা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আসামি মোস্তাকিমকে আটক করা হয়। আসামির দেহ তল্লাশি করে ৩৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক আসামি মোস্তাকিম পাকুন্দিয়া উপজেলার চরটেকী গ্রামের একেএম ফজলুল হকের ছেলে।
আসামি মোস্তাকিমের বিরুদ্ধে পাকুন্দিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে। সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে আসামি মোস্তাকিম কে জেলা আদালতে সোপর্দ করা হয়েছে।
কিশোরগঞ্জে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান টিটু এসব তথ্য কিশোরগঞ্জ পোস্ট কে নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান,আটক আসামির বিরুদ্ধে পাকুন্দিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে এবং আজ সোমবার (৫ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জ জেলা আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
Related
Subscribe
Subscribe to our newsletter to get our newest articles instantly!