Ad imageAd image

কিশোরগঞ্জে অসহায়দের মাঝে টিফিন বক্সের শীতবস্ত্র বিতরণ

কিশোরগঞ্জ পোস্ট
কিশোরগঞ্জ পোস্ট
কিশোরগঞ্জে অসহায়দের মাঝে টিফিন বক্সের শীতবস্ত্র বিতরণ

তীব্র শৈত্যপ্রবাহে পুরো দেশের সাথে এই বছর কিশোরগঞ্জও জবুথবু। এতে কষ্টে পড়েছে কিশোরগঞ্জের দরিদ্র শ্রেণীর লোকজন। তাদের জন্য শীতবস্ত্র নিয়ে এগিয়ে এসেছে টিফিন বক্স নামের একটি সংগঠন।

টিফিন বক্সের পক্ষ থেকে এই বছর এক সপ্তাহের শীতবস্ত্র বিতরণ ক্যাম্পেইন চালু করা হয়েছে। এই ধারাবাহিকতায় গত শুক্রবার কিশোরগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ করা হয়। 

এই সময় টিফিন বক্স প্রতিষ্ঠাতা মোজাম্মেল হোসেন সাজন কিশোরগঞ্জ পোস্ট কে বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে টিফিন বক্স মানবতার কল্যাণে কাজ করে আসছে। শীতার্ত অসহায় হতদরিদ্র মানুষের পাশে টিফিন বক্স  আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে ইনশা আল্লাহ।

তিনি আরও জানান, পরম করুণাময়ের অসীম রহমত ও আপনাদের সকলের সহযোগিতায় আমাদের ৭দিন ব্যাপী শীতবস্ত্র বিতরণের প্রথম দিন শীতার্তদের মুখে হাসি ফুটিয়ে দিতে আমাদের এই সামান্য প্রচেষ্টা।

- Advertisement -

সবাই দোয়া করবেন, এই ৭দিন যেনো আপনাদের দেওয়া উপহার দরিদ্র মানুষের মাঝে পৌঁছিয়ে দিতে পারি।

টিফিন বক্স Tiffin Box

অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিফিন বক্সের সানজিদ আহমেদ প্লাবন,তানভীরুল ইসলাম বর্ণ, কোকিলা ভূইয়া,মলয় দেবনাথ প্রমুখ।

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

ফলো করুন

সোশ্যাল মিডিয়াতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় খবর
মতামত দিন

Leave a Reply