fbpx
Ad imageAd image

কিশোরগঞ্জের কোন উপজেলায় কবে ভোট জানাল ইসি

কিশোরগঞ্জ পোস্ট
কিশোরগঞ্জ পোস্ট

গত ৬ ফেব্রুয়ারি, মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচন কমিশনের বৈঠক শেষে ইসি সচিব মো. জাহাংগীর আলম সংবাদিকদের বলেছিলেন, এবারের উপজেলা পরিষদ নির্বাচন গতবারের মত পাঁচ ধাপে হবে না।

এবারের উপজেলা পরিষদ নির্বাচন সর্বমোট চার ধাপে অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম ধাপের ভোট হবে ৪ মে, দ্বিতীয় ধাপের ভোট হবে ১১ মে, তৃতীয় ধাপের ভোট হবে ১৮ মে এবং চতুর্থ ধাপের ভোট হবে ২৫ মে।

কিন্তু কোন উপজেলায় কোন ধাপে বা কত তারিখে ভোট অনুষ্ঠিত হবে তা তখন বিস্তারিত জানাননি ইসি সচিব।

তবে আজ বুধবার নির্বাচন কমিশন, দেশের ছয়টি বিভাগের ৪৯টি জেলার ৩৪৪টি উপজেলা পরিষদের নির্বাচন কবে হবে তার একটি তালিকা প্রকাশ করেছে।

- Advertisement -

কমিশনের দেওয়া তালিকা অনুযায়ী, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগে প্রথম ধাপে ১০৮টি উপজেলায়, দ্বিতীয় ধাপে ১২১টি, তৃতীয় ধাপে ৭৭টি এবং চতুর্থ ধাপে ৩৮টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এ ছাড়া খুলনা বিভাগের দুটি উপজেলা এবং বরিশাল ও রাজশাহী বিভাগের একটি করে দুটি উপজেলা পরিষদের নির্বাচনের তারিখ পরে নির্ধারণ করা হবে। আর সিলেট ও চট্টগ্রাম অঞ্চলের উপজেলাগুলোর নির্বাচনের তালিকা পরে ঘোষণা করবে ইসি।

কমিশনের আজকে প্রকাশিত তালিকা অনুযায়ী কিশোরগঞ্জের ১৩ টি উপজেলার ভোট মোট চারটি ধাপে অনুষ্ঠিত হবে।

প্রথম ধাপ ( ৪ মে ) : কিশোরগঞ্জ সদর, হোসেনপুর পাকুন্দিয়া উপজেলা
দ্বিতীয় ধাপ ( ১১ মে )  : কটিয়াদী, নিকলী, অষ্টগ্রাম উপজেলা
তৃতীয় ধাপ ( ১৮ মে )  : ইটনা, তাড়াইল, করিমগঞ্জ, মিঠামইন উপজেলা
চতুর্থ ধাপ ( ২৫ মে ) : বাজিতপুর, কুলিয়ারচর, ভৈরব উপজেলা

https://drive.google.com/file/d/14eHhXivNd_ocoT2FHtJ1T9pKezuTWenM/view?usp=drivesdk

- Advertisement -

সারা দেশের ৬৪টি জেলায় ৪৯৫টি উপজেলা পরিষদ রয়েছে। সর্বশেষ ২০১৯ সালের ১০ মার্চ উপজেলা পরিষদ নির্বাচন শুরু হয়েছিল। পাঁচ ধাপের ওই ভোট শেষ হয় গত বছরের জুনে।


- Advertisement -

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

ফলো করুন

সোশ্যাল মিডিয়াতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় খবর
মতামত দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *