টানা তিন ম্যাচেই চরম ব্যাটিং ব্যর্থতায় অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধারে হারল বাংলাদেশ
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার বাংলাদেশকে ৮ উইকেটে হারায় অস্ট্রেলিয়া।
নিগারদের ৮৯ রানে আটকে রেখে বিশ্ব চ্যাম্পিয়নরা জিতে যায় স্রেফ ১৮.৩ ওভারেই।
ব্যাটিং দুর্দশার বৃত্ত ভেঙে বের হতে পারল না বাংলাদেশ। দুই ম্যাচেই ওয়ানডে সিরিজ হেরে যাওয়ার পর শেষ ম্যাচ থেকে ইতিবাচক কিছু পাওয়ার আশায় ছিলেন অধিনায়ক নিগার সুলতানা। হলো তার উল্টো। এবার আগের দুই ম্যাচের চেয়েও কম রানে শেষ তাদের ইনিংস। ছোট লক্ষ্যে অনায়াস জয়ে ব্যবধানটা আরেকবার বুঝিয়ে দিল অস্ট্রেলিয়া।
স্বাগতিকদের হোয়াইটওয়াশ করার পাশাপাশি আইসিসি উইমেন’স চ্যাম্পিয়নশিপে শীর্ষস্থান আরও পোক্ত করল অ্যালিসা হিলির দল। ১৮ ম্যাচে ২৮ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে বাংলাদেশ রয়ে গেল আগের মতোই সাতে।
এ নিয়ে দ্বিতীয়বার টানা তিন ম্যাচে একশ ছুঁতে ব্যর্থ হলো বাংলাদেশ। ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরের তিন ওয়ানডেতে ৯০ রানের আগেই গুটিয়ে গিয়েছিল তারা।
শেষ দুই ব্যাটার সুলতানা খাতুন ও মারুফা আক্তার ২৬ রানের জুটি গড়লে কিছুটা বাড়ে দলের স্কোর। এগারো নম্বরে নামা মারুফা আক্তার ১৪ বলে খেলেন ১৫ রানের অপরাজিত ইনিংস।
প্রথম নয় ব্যাটারের মধ্যে স্রেফ দুজন ছুঁতে পারেন দুই অঙ্ক। দলের সর্বোচ্চ ১৬ রান আসে নিগার সুলতানার ব্যাটে।
Related
Subscribe
Subscribe to our newsletter to get our newest articles instantly!