দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দামামা শেষ হতেই আবার শুরু হতে যাচ্ছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। ইতিমধ্যে এর প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন।
আজ মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচন কমিশনের বৈঠক শেষে ইসি সচিব মো. জাহাংগীর আলম সংবাদিকদের বিস্তারিত জানান।
তিনি বলেন, এবারের উপজেলা পরিষদ নির্বাচন গতবারের মত পাঁচ ধাপে হবে না। এবার নির্বাচন মোট চার ধাপে অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম ধাপের ভোট হবে ৪ মে, দ্বিতীয় ধাপের ভোট হবে ১১ মে, তৃতীয় ধাপের ভোট হবে ১৮ মে এবং চতুর্থ ধাপের ভোট হবে ২৫ মে।
নির্বাচনের বিস্তারিত তফসিল ও কোন ধাপে কোন কোন উপজেলায় ভোট হবে তা আগামী সপ্তাহে জানানো হবে বলে তিনি জানান।
ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা এবং মার্চে রোজার কথা চিন্তা করে একেবারে ঈদের পরে উপজেলা পরিষদ ভোট করার পরিকল্পনার কথা এর আগেও অবশ্য বলেছিলেন নির্বাচন কমিশনার। সেক্ষেত্রে রোজার শেষ দিকে এ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে বলে জানিয়েছিলেন তিনি।
দেশে বর্তমানে ৪৯৫ টি উপজেলা পরিষদ রয়েছে। সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচন শুরু হয়েছিল ২০১৯ সালের ১০ মার্চ। পাঁচ ধাপের ওই ভোট শেষ হয় গত বছরের জুন মাসে।
আইন অনুযায়ী, উপজেলা পরিষদের মেয়াদ শুরু হয় প্রথম সভার দিন থেকে। পরবর্তী পাঁচ বছর নির্বাচিত পরিষদ দায়িত্ব পালন করেন। মেয়াদপূর্তির আগের ১৮০ দিনের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।
Related
Subscribe
Subscribe to our newsletter to get our newest articles instantly!