‘হ্যারি পটার’ চলচ্চিত্র সিরিজে ‘প্রফেসর মির্নাভা ম্যাকগোনাগল’ চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি পাওয়া ব্রিটিশ অভিনেত্রী ম্যাগি স্মিথ মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর।
ম্যাগি স্মিথের পরিবারের বরাতে লন্ডনের চেলসির ওয়েস্টমিনস্টার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।
ছয় দশকের ক্যারিয়ারে মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয় করেছেন ম্যাগি স্মিথ। ‘হ্যারি পটার’–এর পাশাপাশি ‘ডাউনটাউন অ্যাবি’ সিরিজে অভিনয়ের জন্য আলোচিত তিনি।১৯৭০ ও ১৯৭৯ সালে দুইবার অস্কার পেয়েছেন ম্যাগি স্মিথ; চারবার মনোনয়ন পেয়েছেন তিনি। আটবার বাফটা পুরস্কার পেয়েছেন।
১৯৫২ সালে মঞ্চনাটকে ক্যারিয়ারের শুরু করেন ম্যাগি স্মিথ। তবে ১৯৫৮ সালে ‘নোহোয়্যার টু গো’ সিনেমায় অভিনয় করে পরিচিতি পান। এই ছবির জন্য ক্যারিয়ারের প্রথমবারের মতো বাফটা মনোনয়ন পেয়েছিলেন।
ম্যাগি স্মিথ ‘দ্য প্রাইম অব মিস জিন ব্রোডি’ ও ‘কালিফোর্নিয়া স্যুট’ সিনেমায় অভিনয়ের জন্য অস্কার পেয়েছেন। ‘ওথেলো’, ‘ট্রাভেলস উইথ মাই আন্ট’, ‘আ রুম উইথ আ ভিউ, ‘গসফোর্ড পার্ক’ চলচ্চিত্রের জন্য অস্কারে মনোনয়ন পেয়েছিলেন।
Subscribe
Subscribe to our newsletter to get our newest articles instantly!