কিশোরগঞ্জ জেলার হোসেনপুরে প্রবাসীর স্ত্রী ও দুই সন্তানের রহস্যজনক মৃত্যুর ঘটনায় গ্রেফতার জাহাঙ্গীর আলম (৪৫) ও মো. জহিরুল ইসলাম ছুটন (৩০) নামে দুই আসামির দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ মঙ্গলবার দুপুরে তাঁদের আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড চায় হোসেনপুর থানা-পুলিশ। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিন্নাত আরা দুই দিনের রিমান্ড মঞ্জুরের আদেশ দেন।
এর আগে ১৪ নভেম্বর রাতে হোসেনপুর থানায় নিহতের গৃহবধূর ভাই কবিরুল ইসলাম নয়ন বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এদিন সকালে কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার সাহেদল ইউনিয়নের বাসুর চর গ্রামে নিজ ঘরের দুটি বিছানা থেকে সৌদি আরব প্রবাসী মঞ্জিল মিয়ার স্ত্রী তাছলিমা আক্তার (৩৫), বড় মেয়ে মোহনা (১১) ও ছোট মেয়ে বন্যার (৭) লাশ উদ্ধার করে পুলিশ।
হত্যার ঘটনায় গত ১৫ নভেম্বর সন্ধ্যায় হোসেনপুর উপজেলার সাহেদল ইউনিয়নের বাসুর চর গ্রাম থেকে জাহাঙ্গীর আলম (৪৫) ও জহিরুল ইসলাম ছোটনকে (৩৩) গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর আলম হোসেনপুর উপজেলার সাহেদল ইউনিয়নের বাসুর চর গ্রামের মৃত আবদুস সোবাহানের ছেলে এবং জহিরুল ইসলাম ছোটন একই গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।
গত ১৬ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু পাঁচ দিনের রিমান্ড আবেদনসহ দুই আসামিকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে কিশোরগঞ্জের ৩ নং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করেন।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি বলেন, ‘আলোচিত ট্রিপল মার্ডার মামলার রিমান্ড শুনানি হয়েছে। আসামিদের জিজ্ঞাসাবাদে যে প্রাথমিক তথ্য এবং এখন পর্যন্ত তদন্তে যে প্রাপ্ত তথ্য আছে তার সামঞ্জস্য ও সুস্পষ্টতা নির্ধারণের জন্যই আমরা ৫ দিনের রিমান্ডের আবেদন করি। বিজ্ঞ আদালত শুনানি শেষে ২ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে।’
Subscribe
Subscribe to our newsletter to get our newest articles instantly!