সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে কর্তৃপক্ষ। দেশের সর্বোচ্চ আদালতের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সী মো. মশিয়ার রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে বিনা প্রয়োজনে কাউকে আদালত প্রাঙ্গণে প্রবেশ না করার কথা বলা হয়েছে। জরুরি প্রয়োজনে কেউ প্রবেশ করলে সঙ্গে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা পাসপোর্ট রাখতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
এতে বলা হয়, `নির্দেশিত হয়ে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিনা প্রয়োজনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রবেশ না করার জন্য বলা হলো। জরুরি প্রয়োজনে কেউ প্রবেশ করলে স্ব স্ব জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্ট সঙ্গে রাখার জন্য বলা হলো। বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রশাসন ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সরবরাহ করা নির্ধারিত স্টিকার ছাড়া গাড়ি প্রবেশ নিষিদ্ধ করা হলো। অন্যথায় অবৈধ অনুপ্রবেশকারী গণ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Subscribe
Subscribe to our newsletter to get our newest articles instantly!