Ad imageAd image

সাবেক রাষ্ট্রপতিপুত্র রেজওয়ান আহাম্মদ তৌফিক মনোয়নপত্র দাখিল করেছেন

কিশোরগঞ্জ-০৪ আসন থেকে সদ্যসাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক এককভাবে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন। এ আসনে অন্য কেউ নৌকার মনোনয়ন ফরম কেনেননি।

কিশোরগঞ্জ পোস্ট
কিশোরগঞ্জ পোস্ট
সাবেক রাষ্ট্রপতিপুত্র রেজওয়ান আহমেদ তৌফিক মনোয়নপত্র দাখিল করেছেন

দ্বাদশ  জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-০৪ আসন (ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম) আসনে সাবেক রাষ্ট্রপতি পুত্র এককভাবে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হয়েছেন।

কিশোরগঞ্জ-০৪ আসন থেকে সদ্যসাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক এককভাবে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন। এ আসনে অন্য কেউ নৌকার মনোনয়ন ফরম কেনেননি।

গত বৃহঃস্পতিবার (৩০ নভেম্বর)  কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জিল্লুর রহমান ও সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এম.এ আফজাল কে সাথে নিয়ে কিশোরগঞ্জ-৪ আসনের জন্য জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দলীয় মনোনয়নপত্র দাখিল করেন তিনি।

তখন, বর্তমান সংসদ সদস্যের সাথে উপস্থিত ছিলেন ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী কামরুল হাসান এবং দলীয় সংগঠনের নেতৃবৃন্দ।

- Advertisement -

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

ফলো করুন

সোশ্যাল মিডিয়াতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় খবর
মতামত দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *