অবশেষে দূরের শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিস চালু করেছে গুরুদয়াল সরকারি কলেজ প্রশাসন। কলেজ ছাত্রছাত্রীদের দাবির পরিপ্রেক্ষিতে বিভিন্ন উপজেলা থেকে আসা শিক্ষর্থীদের জন্য এই বাস সার্ভিস চালু করা হয়। আগামী সোমবার (৫ ফেব্রুয়ারি) কলেজ প্রাঙ্গণ থেকে বাস ছাড়ার মাধ্যমে কলেজ অধ্যক্ষ প্রফেসর আ.ন.ম. মুশতাকুর রহমান বাস সার্ভিস চালু করবেন।
রবিবার (৪ ফেব্রুয়ারী ) কলেজ প্রাঙ্গণে বাস সার্ভিস উদ্বোধন করা হয়। কিশোরগঞ্জের সুনামধন্য বিদ্যাপীঠ গুরুদয়াল সরকারি কলেজের দূরবর্তী ছাত্রছাত্রীদের যাতায়াতের জন্য প্রথমবারের মতো বাস সার্ভিস চালু করেছে কলেজ কর্তৃপক্ষ।
এই প্রথম মোট ৪ টি বাস বিভিন্ন রুটে চলাচল করবে।
কলেজের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। উক্ত বাস প্রদানের মধ্যদিয়ে শিক্ষার্থীদের যাতায়াত করতে সুবিধা হবে এবং ভোগান্তি কমে আসবে বলে শিক্ষার্থীরা প্রত্যাশা ব্যক্ত করেন।
এই বাস সংযোগ চালু করায় সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যেও উৎসাহ উদ্দিপনা বিদ্যমান রয়েছে বলে জানা যায়।
Subscribe
Subscribe to our newsletter to get our newest articles instantly!