Ad imageAd image

মোসাদের সদর দপ্তর লক্ষ্য করে রকেট হামলার দাবি হিজবুল্লাহর

কিশোরগঞ্জ পোস্ট
কিশোরগঞ্জ পোস্ট

ইসরায়েলের তেল আবিবের কাছে দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তর লক্ষ্য করে রকেট ছোড়ার কথা জানিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

হিজবুল্লাহ বলছে, সংগঠনটির যোদ্ধারা আজ বুধবার মোসাদের সদর দপ্তর লক্ষ্য করে একটি রকেট ছোড়েন।ইসরায়েল ও হিজবুল্লাহ মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে। এর জেরে দুই পক্ষের মধ্যে পূর্ণ মাত্রায় যুদ্ধ বেধে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যে মোসাদের সদর দপ্তর লক্ষ্য করে রকেট ছোড়ার দাবি করল হিজবুল্লাহ।

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, লেবানন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র সীমান্ত অতিক্রম করে ইসরায়েলে প্রবেশ করছে বলে শনাক্ত হয়। স্থল থেকে স্থলে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্রটিকে রুখে দেয় ইসরায়েলি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। তখন ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলার সতর্কসংকেত বাজানো হয়।

- Advertisement -

এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, এ ঘটনার পর দেশটির মধ্যাঞ্চলে বেসামরিক নাগরিকদের সুরক্ষা-সংক্রান্ত নির্দেশনায় কোনো পরিবর্তন আনা হয়নি।

ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র নাদাভ শশানি বলেন, লেবাননের একটি গ্রাম থেকে হিজবুল্লাহর ছোড়া ক্ষেপণাস্ত্রটির লক্ষ্যবস্তু কী ছিল, সে সম্পর্কে তিনি নিশ্চিত নন।

ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আরও বলেন, ক্ষেপণাস্ত্রটি তেল আবিবের দিকে যাচ্ছিল। তেল আবিবের বেসামরিক এলাকার দিকে যাচ্ছিল। ওই এলাকায় মোসাদের সদর দপ্তর নেই।আজ ইসরায়েলের মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকায়ও সতর্কসংকেত বাজতে শোনা গেছে।

- Advertisement -

কয়েক দিন ধরে লেবাননে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। তারা হিজবুল্লাহর নেতাদের পাশাপাশি সংগঠনটির শত শত লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে।

- Advertisement -

হিজবুল্লাহ সম্প্রতি তাদের নেতাদের হত্যা এবং সংগঠনের সদস্যদের ব্যবহৃত যোগাযোগযন্ত্রে বিস্ফোরণের জন্য মোসাদকে দায়ী করে।গত সোমবার সকাল থেকে লেবাননে ইসরায়েলের চালানো হামলায় ৫০ শিশুসহ ৫৬৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ হাজার ৮৩৫ জন। লেবাননের স্বাস্থ্যমন্ত্রী ফিরাস আবিয়াদ এই তথ্য জানিয়েছেন।

লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আবদাল্লাহ বাউ হাবিব বলেছেন, হামলার জেরে দেশটির প্রায় পাঁচ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।ইসরায়েলি হামলার মুখে লেবাননের দক্ষিণাঞ্চল থেকে বাস্তুচ্যুত হওয়া হাজারো মানুষ রাজধানী বৈরুতের স্কুলসহ বিভিন্ন ভবনে আশ্রয় নিচ্ছেন।

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

ফলো করুন

সোশ্যাল মিডিয়াতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় খবর
মতামত দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *