এছাড়া, অসময়ের এই বৃষ্টিতে রাজ্যটির মানুষও নাকাল হয়ে পড়েছে। রাজ্যটির বেশ কয়েকটি স্থানে ফসল নষ্ট হয়েছে। সোমবার (২৭ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে গত রবিবার (২৬ নভেম্বর) গুজরাটে অমৌসুমি বৃষ্টিপাতের পর বিভিন্ন এলাকায় ফসলের ক্ষতির পাশাপাশি বজ্রপাতে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে বলে জানায় সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রতিবেদনে আরও বলা হয়, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এছাড়া, স্থানীয় প্রশাসন ত্রাণকাজে নিযুক্ত রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়, বজ্রপাতের কারণে গুজরাটের ১৩টি জেলায় ওই ২০ জনের মৃত্যু হয়। এছাড়া সোমবারও গুজরাটের কিছু অংশে দুর্যোগময় আবহাওয়া অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অফিস।
Subscribe
Subscribe to our newsletter to get our newest articles instantly!