Ad imageAd image

বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ না করলে সরকারের জনসমর্থন কমবে: আবু হানিফ

কিশোরগঞ্জ পোস্ট
কিশোরগঞ্জ পোস্ট

বাজারে সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে না পারলে সরকারের জনসমর্থন হ্রাস পেতে পারে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। শনিবার বিকেলে কিশোরগঞ্জ সদর উপজেলার মাথিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “বর্তমান সরকার জনগণের সরকার, তাই জনগণের কাছে সরকারের অনেক প্রত্যাশা রয়েছে। বর্তমানে বাজারে জিনিসপত্রের দাম অনেক বেশি, যার ফলে সাধারণ মানুষের জীবনযাপন কঠিন হয়ে পড়ছে। যদি বাজারে সিন্ডিকেট নিয়ন্ত্রণ না করা হয়, তাহলে জনগণের মধ্যে অসন্তোষ তৈরি হতে পারে এবং সরকারের জনসমর্থন কমতে পারে। সরকারের উচিত দ্রুত বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া এবং সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা।”

আবু হানিফ আরও বলেন, “সাকিব-মাশরাফি বাংলাদেশের ক্রিকেটে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, তবে তারা ফ্যাসিবাদের দোসর হিসেবে কাজ করছেন। সাকিবের বিরুদ্ধে নানা অভিযোগও রয়েছে, তাই তাদের প্রতি সহানুভূতি দেখানোর কোনো সুযোগ নেই।”

- Advertisement -

তিনি গণমাধ্যম সম্পর্কে বলেন, “রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে গণমাধ্যম। তবে বর্তমানে গণমাধ্যমেও ফ্যাসিবাদের দোসরদের আধিপত্য রয়েছে। গণমাধ্যম সংস্কার করতে হলে প্রথমেই এসব দোসরদের বিদায় করা জরুরি।”

অনুষ্ঠান পরিচালনা করেন দানাপাটুলী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, সভাপতিত্ব করেন আবু তাহের মাস্টার এবং উদ্বোধন করেন ফেরদৌস আলম। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুব অধিকার পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক সুমন তালুকদার, গণঅধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলার যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, মোস্তফা আল মামুন, মোমিন উদ্দিন জনি, হুমায়ুন আহমেদ, ছাত্রনেতা রিপন রাজ, পায়েল চৌধুরী, যুবনেতা সোহাগ মিয়া, হাসান আহমেদ রমজান প্রমুখ।

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

ফলো করুন

সোশ্যাল মিডিয়াতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় খবর
মতামত দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *