fbpx
Ad imageAd image

বাংলাদেশ ছাত্রলীগ : ঢাবি শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

কিশোরগঞ্জ পোস্ট
কিশোরগঞ্জ পোস্ট

বাংলাদেশ ছাত্রলীগের সুপার ইউনিট হিসেবে খ্যাত, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের ২৮১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

গতকাল সোমবার সকালে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়। পরে তারা নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একযোগে এই পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আংশিক কমিটি হয়েছিল ২০২২ সালের ২০ ডিসেম্বর।
বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী, বিশ্ববিদ্যালয় শাখা কমিটিগুলোর মর্যাদা জেলা শাখার সমমান। আর গঠনতন্ত্রের ১০(খ) ধারায় বলা হয়েছে, ‘জেলা শাখার কার্যকাল এক বছর’। সেই হিসেবে নিজেদের গঠনতান্ত্রিক এই মেয়াদ শেষ হওয়ার দুই মাস পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

এছাড়া গঠনতন্ত্র অনুসারে, বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি ১২১ সদস্যের হওয়ার কথা। কিন্তু কমিটি করা হয়েছে ২৮১ সদস্য বিশিষ্ট।

- Advertisement -

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এই পূর্ণাঙ্গ কমিটিতে সহসভাপতি পদে ৬১ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ১১ জন, সাংগঠনিক সম্পাদক পদে ১১ জন, সম্পাদকীয় পদগুলোতে ৩৬ জনকে মনোনীত করা হয়েছে।

কমিটিতে উপসম্পাদক হয়েছেন ১৪১ জন। সহসম্পাদক হয়েছেন ১০ জন। সদস্যপদ পেয়েছেন ১১ জন।

কমিটিতে ১ নম্বর সহসভাপতি হয়েছেন মেহেদী হাসান। ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন নাহিদ ভুঞা। ১ নম্বর সাংগঠনিক সম্পাদক হয়েছেন রায়হান সরকার। এ ছাড়া কমিটিতে দপ্তর সম্পাদক হয়েছেন মোছাদ্দেক বিল্লাহ।

উল্লেখ্য যে, গত ২০২২ সালের ২০ ডিসেম্বর মাজহারুল কবির শয়নকে সভাপতি ও তানভীর হাসান সৈকতকে সাধারণ সম্পাদক করে সংগঠনটির কমিটি ঘোষণা করা হয়। এক বছরের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই কমিটির অনুমোদন দেন।

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

ফলো করুন

সোশ্যাল মিডিয়াতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় খবর
মতামত দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *