Ad imageAd image

বল হাতে মুরালিকে ছুঁয়ে ইতিহাস গড়লেন জাম্পা

কিশোরগঞ্জ পোস্ট
কিশোরগঞ্জ পোস্ট

ভারতে গতকাল পর্দা নামা ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরে বল হাতে সফল ছিলেন অস্ট্রেলিয়ান স্পিনার
অ্যাডাম জাম্পা। এই আসরে তিনি ১১ ম্যাচ খেলে নিয়েছেন ২৩ উইকেট। আর তাতেই তিনি ১৬ বছর আগের
একটি রেকর্ডে শ্রীলঙ্কান কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরনের পাশে নিজে নিয়ে গেছেন।
অস্ট্রেলিয়া দলের একমাত্র ‘ফুলটাইম’ স্পিনার হিসেবে বিশ্বকাপের আগে সময়টা মোটেও ভালো কাটেনি
অ্যাডাম জাম্পার। টুর্নামেন্টের শুরুটাও ছিল বর্ণহীন। তবে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে অজিদের ষষ্ঠ শিরোপার
অন্যতম কারিগর এই জাম্পাই। অজিদের মিশন হেক্সা সম্পন্ন হওয়ার ম্যাচে জাম্পা গড়েছেন ইতিহাস।

আহমেদাবাদে ভারতের বিপক্ষে ফাইনালে জাসপ্রিত বুমরাহর উইকেট নিয়েছেন জাম্পা। এটি
এই বিশ্বকাপে ১১ ম্যাচে তার ২৩তম উইকেট। মুরালিধরন ২০০৭ বিশ্বকাপে ১০ ইনিংসে
পেয়েছিলেন ২৩ উইকেট। ১৬ বছর পর তার রেকর্ডে ভাগ বসালেন জাম্পা।
aজাম্পা ও মুরালির পর স্পিনার হিসেবে এক আসরে সবচেয়ে বেশি উইকেট অস্ট্রেলিয়ান
স্পিনার ব্র্যাড হগের। ২০০৭ বিশ্বকাপে হগ পেয়েছিলেন ১১ ইনিংসে ২১ উইকেট। ২০১১
বিশ্বকাপে পাকিস্তানের শহীদ আফ্রিদি ১১ ইনিংসে পেয়েছিলেন ২১ উইকেট। ১৯৯৯
বিশ্বকাপে অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন নিয়েছিলেন ২০ উইকেট। পেস-স্পিন মিলিয়ে এক আসরে
সবচেয়ে বেশি উইকেট অস্ট্রেলিয়ার মিচেল স্টার্কের। ২০১৫ বিশ্বকাপে ১০ ইনিংসে পাওয়া
তার ২৭ উইকেটের রেকর্ড এখনো অক্ষুণ্ণ আছে।

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

ফলো করুন

সোশ্যাল মিডিয়াতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় খবর
মতামত দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *