বাংলাদেশের মানুষের কল্যাণে শেখ হাসিনার সরকারের সঙ্গে কাজ করে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন আন্তোনিও গুতেরেস।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া এক বার্তায় তিনি এ অভিনন্দন জানান। বার্তায় বলেন, বাংলাদেশের জনগণের স্বার্থে আপনার সরকারের সঙ্গে কাজ করতে জাতিসংঘ প্রতিশ্রুতিবদ্ধ।
গুতেরেস বলেন, শান্তিরক্ষা কার্যক্রমে মুখ্য অবদান, রোহিঙ্গা শরণার্থীদের প্রতি উদারতা ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে প্রচেষ্টাসহ বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বকে গভীরভাবে মূল্যায়ন করে জাতিসংঘ।
জাতিসংঘ মহাসচিব বলেন, আমি গ্লোবাল ক্রাইসিস রেসপন্স গ্রুপে আপনার অংশগ্রহণের জন্য কৃতজ্ঞ। আমি বিশ্বাস করি, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই এবং আন্তর্জাতিক আর্থিক স্থাপত্যের সংস্কারের প্রয়োজনসহ ক্রমবর্ধমান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের উচ্চাকাঙ্ক্ষায় আমি আপনার সমর্থনের ওপর নির্ভর করতে পারি।
Subscribe
Subscribe to our newsletter to get our newest articles instantly!