দক্ষিণ আফ্রিকার জর্জ শহরে একটি বহুতল ভবন ধসে পড়েছে। এতে ছয়জন নিহত হয়েছেন। তবে এখনো নিখোঁজ রয়েছেন ৪৮ জন। মঙ্গলবার (৭ মে) দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
জর্জ মিউনিসিপ্যালিটি এক বিবৃতিতে জানিয়েছে, পশ্চিমাঞ্চলীয় কেপ প্রদেশে সোমবার স্থানীয় সময় দুপুর দুইটার দিকে ভবনটি ধসে পড়ে। এরই মধ্যে ধ্বংসস্তূপ থেকে বের করা হয়েছে ২৬ জনকে।
বিবৃতিতে বলা হয়, তিনটি দল সেখানে উদ্ধার কাজ চালাচ্ছে।
তবে এই উদ্ধার অভিযান শেষ হতে চার থেকে পাঁচদিন সময় লাগতে পারে বলে জানিয়েছে পূর্বাঞ্চলীয় কেপ প্রদেশের সরকার।
ভবন ধসে নিহত ও আটকে পড়াদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা।
কীভাবে এমন মর্মান্তিক ঘটনা ঘটলো সে ব্যাপারে তদন্তের কথাও জানিয়েছেন তিনি।
Subscribe
Subscribe to our newsletter to get our newest articles instantly!