জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য অনার্স চতুর্থ বর্ষের একটি পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামীকাল ২৬ মে, রোববার এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
আজ শনিবার (২৫ মে) রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মেজবাহ্ উদ্দিনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অনিবার্য কারণে পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামীকাল রোববার (২৬ মে) অনুষ্ঠিতব্য অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। স্থগিত এই পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরবর্তীতে জানানো হবে। পরীক্ষার অন্যান্য সময় ও তারিখ অপরিবর্তিত থাকবে।
অনিবার্য কারণ প্রদর্শন করে পরীক্ষা স্থগিতের ঘোষণা প্রদান করা হলেও এর মূল কারণ হিসেবে থাকতে পারে ঘূর্ণিঝড় রেমাল। কারণ ঘূর্ণিঝড় রেমাল আগামীকাল সকালে উপকূলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে।
Subscribe
Subscribe to our newsletter to get our newest articles instantly!