ঢালিউড, টলিউডের পর হিন্দি সিনেমায় নাম লেখাচ্ছেন বাংলাদেশের নন্দিত তারকা অভিনেত্রী জয়া আহসান- খবরটি গত বছর সামনে এসেছিল। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছিল, ‘করক সিংহ’ শিরোনামের একটি সিনেমা নির্মাণ করবেন বাঙালি পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী। এতে অন্যতম মুখ্য চরিত্রে অভিনয় অভিনয় করবেন জয়া। সঙ্গে থাকবেন বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি।
নতুন সংবাদ হচ্ছে, আজ (৮ ডিসেম্বর) মুক্তি পেয়েছে জয়ার এই সিনেমাটি। তবে কোনো প্রেক্ষাগৃহে নয়, ছবিটি এসেছে ওটিটি মাধ্যমে। স্ট্রিমিং প্ল্যাটফর্ম জি ফাইভে দেখা যাচ্ছে।
পঙ্কজ এই ছবিতে চুক্তিবদ্ধ হন কয়েকটি কারণে। কারণগুলো উল্লেখ করে গত বছর শুটিংয়ের সময় তিনি বলেছিলেন, ‘এই সিনেমায় যুক্ত হওয়ার পেছনে তিনটি কারণ আছে। প্রথমত, আমি ইদানিং অনেক স্ক্রিপ্ট পড়েছি, তবে এটা অন্যতম সেরা। দ্বিতীয়ত, অনিরুদ্ধ রায় চৌধুরীর মতো অসাধারণ নির্মাতার সঙ্গে কাজ করার ইচ্ছে আগে থেকেই ছিল। আর তৃতীয়ত, উইজ ফিল্ম একটি দারুণ প্রযোজনা প্রতিষ্ঠান।’
জয়ার হিন্দির সিনেমার গল্পটি একটি ভেঙে যাওয়া পরিবারের কাহিনি নিয়ে এগিয়ে যাবে । জয়া, পঙ্কজ, পার্বতীর সঙ্গে আরও থাকছেন ‘দিল বেচারা’ ছবির অভিনেত্রী সাঞ্জানা সাংভি।
Subscribe
Subscribe to our newsletter to get our newest articles instantly!