গত মঙ্গলবার (২৮ নভেম্বর) রাতে খোকন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি সম্রাটসহ তার মগবাজার নয়াটোলার বাসায় যাবার পথে মগবাজার মাজারের সামনে ছাত্রলীগের কয়েকজন কর্মী তার পথ রোধ করে।
এরপর খোকনকে আটকিয়ে জানতে চায়, তুই ছাত্রদলের সাবেক সভাপতি খোকন না? এ কথা বলেই ছাত্রলীগের উচ্ছৃঙ্খল কর্মীরা এলোপাতাড়ি মারতে থাকে। মুহুর্তের মাঝেই ১৫ থেকে ২০ মোটরসাইকেলযোগে সেখানে ছাত্রলীগের আরও কর্মী এসে তাদের সাথে যোগ হয়। তার পাঁচ মিনিট পর পুলিশের পোশাকে চারজন দুটি মোটরসাইকেলে এসে আহত খোকনকে তুলে নিয়ে যায়। এসময় দৌড়ে রক্ষা পান ছাত্রদলের সাবেক নেতা সম্রাট।
ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং যুবদলের গ্রাম সরকার বিষয়ক সহ সম্পাদক মহিনদ্দিন রাজু জানান, আমরা খবর পেয়ে খোকনের সন্ধ্যানে হাতিরঝিল থানায় যোগাযোগ করলে থানা থেকে জানানো হয় খোকন সেখানে নেই।
Subscribe
Subscribe to our newsletter to get our newest articles instantly!