কিশোরগঞ্জ-১ আসনে আ.লীগের মনোনয়ন কিনলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন
রোববার (১৯ নভেম্বর) দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা বিভাগের বুথ থেকে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য সাহাবুদ্দিন ফরাজীর কাছ থেকে ফরম সংগ্রহ করেন তিনি।
এর আগে, ২০১৮ সালে কিশোরগঞ্জ-১ আসন নির্বাচনে সৈয়দ আশরাফুল ইসলামের সাথে যৌথভাবে তার নাম আসে।
মনোনয়ন ফরম সংগ্রহ শেষে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন সাংবাদিকদের বলেন, আমি ওয়ার্ড, ইউনিয়ন ও থানার রাজনীতি করে ঢাকা মহানগরের রাজনীতি করছি। আমি ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলাম। দলের দুর্দিনেও ছিলাম, এখন সুদিনে আছি এবং ভবিষ্যতেও থাকব। আমাদের প্রিয় নেত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আমাকে ২০১৮ সালে সৈয়দ আশরাফুল ইসলাম সাহেবের সাথে যৌথভাবে মনোনয়নে নাম দেওয়ার পর আমি কিশোরগঞ্জ-১ আসনের জনগণের হয়ে কাজ করে আসছি। নেত্রী আমার ওপর যে আস্থা রেখেছিলেন আমি তার মর্যাদা রক্ষার চেষ্টা করেছি।
মনোনয়ন ফরম কেনার সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মোঃ পারভেজ মিয়া,কিশোরগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম,কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজ ওমান খান-সহ তৃণমূল নেতাকর্মী ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।