কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ, কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ১৪২ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আজ ৩১ শে জানুয়ারি, ২০২৪ খ্রি. রোজ: বুধবার জেলার পুরাতন স্টেডিয়ামে উক্ত ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দুই পর্বের এই অনুষ্ঠানের প্রথম পর্বে, কিশোরগঞ্জের মান্যবর জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের গাম্ভীর্য বৃদ্ধি করেন জনাব ফারজানা খানম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), কিশোরগঞ্জ, জনাব শামছুন নাহার মাকসুদা, জেলা শিক্ষা অফিসার, কিশোরগঞ্জ ও জনাব মাখন চন্দ্র বিশ্বাস, প্রধান শিক্ষক, সরযূবালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কিশোরগঞ্জ।
এসময় তারা শিক্ষার্থীদের মনোমুগ্ধকর কুচকাওয়াজ, বিভিন্ন ইভেন্টের খেলা উপভোগ করার পাশাপাশি শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে প্রতিযোগী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করেন জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ রাসেল শেখ, পিপিএম (বার)।
অনুষ্ঠানে অতিথিদেরকে ফুলেল শুভেচ্ছা জানান অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতি জনাব মোঃ আকবর আলী, সহকারী শিক্ষকগণ ও শিক্ষার্থীবৃন্দ ।।
Subscribe
Subscribe to our newsletter to get our newest articles instantly!