Ad imageAd image

কিশোরগঞ্জ জেলায় হাসপাতালে ভর্তি ৪৫ জন, বেড়েছে ডেঙ্গু রোগী

কিশোরগঞ্জ পোস্ট
কিশোরগঞ্জ পোস্ট

কিশোরগঞ্জ জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৫ জন এবং বেড়েছে ডেঙ্গুতে আক্রান্ত হওয়া রোগীর সংখ্যা।

ইতিমধ্যে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ২৯জন, কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ১১,জন করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩জন, নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১জন ও পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১জন রোগী ভর্তি রয়েছেন।

কিশোরগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ৪৮ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত রোগী ১৬ জন ও ডেঙ্গু আক্রান্ত ১৪ জন রোগী ছাড়পত্র পেয়েছেন। তাছাড়া গত ৪৮ ঘণ্টায় ডেঙ্গু রোগী কেউ মারা যাননি। কিশোরগঞ্জ জেলায় চলতি বছরের জানুয়ারি মাস থেকে অদ্যাবধি মোট ডেঙ্গু রোগী ১৩১ জন।

- Advertisement -

পাশাপাশি একই সময়ে মোট ডেঙ্গু রোগী ছাড়পত্র পেয়েছেন ৮৬ জন। তবে একই সময়ে ডেঙ্গু রোগী কেউ মারা যাননি।

স্বাস্থ্যবিধি মেনে ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের হাসপাতালে কঠোর সতর্কতার সঙ্গে চিকিৎসাসেবা দেয়া হচ্ছে। কিশোরগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হলেও যারা ডেঙ্গু রোগী, তারা রাজধানী ঢাকাসহ অন্যান্য জায়গায় ডেঙ্গুতে আক্রান্ত হোন। এখন আক্রান্ত ডেঙ্গু রোগীরা সবাই কিশোরগঞ্জ জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

ফলো করুন

সোশ্যাল মিডিয়াতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় খবর
মতামত দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *