কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মো. আবু সাদেক এর নেতৃত্বে বিশেষ অফিসার-ফোর্সের সাহায্যে গত শুক্রবার (১২ জানুয়ারি) আনুমানিক রাত প্রায় ১১.১৫ মিনিটের সময় পাকুন্দিয়া থানার চরখামায় সুমন মিয়ার নির্মানাধীন বিল্ডিং এর সামনে ছাপড়া ঘরের ভিতর এক বিশেষ অভিযান পরিচালনা করে।
বিশেষ অভিযান পরিচালনার সময় পাকুন্দিয়া থানা পুলিশ হাতে-নাতে ১.আমিনুল ইসলাম(৩০), পিতা: জয়নাল আবেদীন, ২.মোয়াজ্জেম হোসেন(৩৩), পিতা: আসলাম, ৩.সাদেক(৩৫), পিতা: আবিদ উদ্দিন, ৪.সোহাগ(২৪), পিতা: ইউসুফ আলী, এই চারজন জুয়ারিকে জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ ৬৫০ টাকাসহ গ্রেফতার করেছে। তারা সবাই পাকুন্দিয়া উপজেলার চরখামার বাসিন্দা।
পাকুন্দিয়া থানা পুলিশ কিশোরগঞ্জ পোস্ট কে জানায়, এ ঘটনায় আটককৃত চার জুয়ারি কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। চার জুয়ারি আসামির বিরুদ্ধে পাকুন্দিয়া থানার ননএফআইআর নং: ০১, তারিখ: ১৩ জানুয়ারি, ২০২৪ইং, ধারা: ১৮৬৭ সালের ব্রিটিশ প্রকাশ্য জুয়া আইনের ৪ ধারায় কিশোরগঞ্জ জেলা আদালতে দাখিল করা হয়েছে।
Subscribe
Subscribe to our newsletter to get our newest articles instantly!