দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এ বাজারে অবিশ্বাস্য হলেও সত্যি ২০ টাকায় বিরিয়ানি পাওয়া যাচ্ছে কিশোরগঞ্জে। কিশোরগঞ্জে পৌরসভায় পাওয়া যাচ্ছে এই বিরিয়ানি।
বিরিয়ানির নাম শুনলেই অনেকের জিভে পানি চলে আসে। তবে তার আগে ভাবতে হয় পকেটের কথাও। কারণ এক প্লেট বিরিয়ানি দাম কম নয়। তবে এই বাজারেও ২০ টাকা প্রতি প্লেট দরে বিরিয়ানি বিক্রি করছেন কিশোরগঞ্জের বত্রিশ এলাকার বাসিন্দা মিজানুর রহমান মামুন।
এত কম দামে বিরিয়ানি বিক্রি করার কারণ কি? জানতে চাইলে মামুন কিশোরগঞ্জ পোস্ট কে জানান, সাধ থাকলেও বিরিয়ানি খাওয়ার সাধ্য নেই, এমন মানুষের কথা ভেবেই তিনি ২০ টাকায় বিরিয়ানি বিক্রি করেন।
মামুন কিশোরগঞ্জ পোস্ট কে জানান, তিনি গত চার মাস যাবত কিশোরগঞ্জে পৌরসভার রাস্তায় ছোট্ট গাড়ি নিয়ে হেঁটে হেঁটে বিরিয়ানি বিক্রি করছেন এবং বেশ্ ভালো সারা পাচ্ছেন সবার।
কিশোরগঞ্জে স্থায়ী বাসিন্দা শারমিন তুলি কিশোরগঞ্জ পোস্ট কে বলেন, “দাম অনুযায়ী বিরিয়ানির স্বাদ ঠিক আছে। মাঝেমধ্যেই আমরা বান্ধবীরা ওনার কাছ থেকে ২০ টাকার বিরিয়ানি কিনে খাই।”
Subscribe
Subscribe to our newsletter to get our newest articles instantly!