গত রবিবার (১৪ জানুয়ারি) রাত প্রায় ৩টায় কিশোরগঞ্জে পাকুন্দিয়া থানা পুলিশের এসআই কাজী ফয়েজুর রহমান এর নেতৃত্বে অফিসার ও ফোর্সের সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযানে ০৮(আট) মাস কারাদণ্ড এবং ০৬ লক্ষ টাকা অর্থদন্ডপ্রাপ্ত আসামি কে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
কিশোরগঞ্জে পাকুন্দিয়া উপজেলার পলাতক সাজাপ্রাপ্ত সুমন মিয়া নামের আসামিকে গ্রেফতার করেছে পাকুন্দিয়া থানা পুলিশের একটি বিশেষ চৌকস দল।
আটককৃত সুমন মিয়া হলেন পাকুন্দিয়া উপজেলার মান্দারকান্দি গ্রামের মহসিন মিয়ার ছেলে।
সুমন মিয়া মনোহরদী থানার সিআর: ২৪৫/২০২০, প্রসেস নং: ১৯৬/২৪, তাং: ০৩/০১/২৪ইং মামলায় ০৮ মাসের কারাদণ্ড এবং ০৬ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত পলাতক একজন আসামি।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু কিশোরগঞ্জ পোস্ট কে জানান, গ্রেফতারকৃত আসামি সুমন মিয়া কে কিশোরগঞ্জ জেলা আদালতে সোপর্দ করা হয়েছে।
Subscribe
Subscribe to our newsletter to get our newest articles instantly!