কিশোরগঞ্জে পাকুন্দিয়ায় ঢাকা থেকে ছেড়ে আসা জলসিড়ি পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে গিয়ে অন্তত ১৭ জন যাত্রী গুরুতরভাবে আহত হয়েছেন।
রবিবার (২১ জানুয়ারি) আনুমানিক বিকাল ৪.৩৪ মিনিটে জলসিড়ি পরিবহনের বাসটি কিশোরগঞ্জে পাকুন্দিয়া উপজেলায় জাঙ্গালিয়া রিয়াজ উদ্দীন মাস্টারের বাড়ির সামনে থাকা খাদে গিয়ে উল্টিয়ে পড়ে যায়। ভয়াবহ এই মর্মান্তিক দূর্ঘটনার পর জলসিড়ি পরিবহনের বাস ছেড়ে পালিয়েছে বাস চালক ও হেলপার।
জলসিড়ি পরিবহন বাসের চেকার রাজু গুরুতরভাবে আহত হয়ে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল হাসপাতালে ভর্তি আছেন।
এছাড়া জলসিড়ি পরিবহন বাসটিতে মোট ৪৪ জন যাত্রী ছিল। ভয়াবহ এই মর্মান্তিক দূর্ঘটনায় আহত যাত্রীদের কে যথাক্রমে পাকুন্দিয়া, হোসেনপুর ও কিশোরগঞ্জের হাসপাতালে নেয়া হয়েছে। গুরুতর আহত যাত্রীরা সবাই হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং বাকি যাত্রীদের কে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
Subscribe
Subscribe to our newsletter to get our newest articles instantly!