গত শুক্রবার (১৯ জানুয়ারি) কিশোরগঞ্জে বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে কটিয়াদী উপজেলার বনগ্রাম ও নদনা ইউনিটের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জাসাস এর সদস্য সচিব আরমান পাঠানের সভাপতিত্বে ও ছাত্রদল নেতা মাহবুব আলম হৃদয়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি রুহুল আমিন আকিল, কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক আসাদ রেজা, কিশোরগঞ্জ জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোশতাক আহমেদ শাহীন, শফিকুল ইসলাম সুমন প্রমুখ।
অনুষ্ঠানে কটিয়াদি উপজেলা বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Subscribe
Subscribe to our newsletter to get our newest articles instantly!