এনটিভির বার্তা সম্পাদক সীমান্ত খোকনের রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০১ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে পল্টন থানার পুলিশ চামেলীবাগের বাসা থেকে তার মৃতদেহ উদ্ধার করেছে।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সীমান্ত খোকন দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। মঙ্গলবার দুপুর ২টার পর শান্তিনগরের বাসায় হার্ট অ্যাটাক করে মারা যান তিনি। তিনি কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম ঢাকার সাবেক সাধারণ সম্পাদকেরও দায়িত্ব পালন করেছিলেন।
তিনি জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য ছিলেন। সীমান্ত খোকনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন থানার ওসি। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নে।
এনটিভির হেড অব নিউজ ফকরুল আলম জানান, সীমান্ত খোকনের মৃত্যুর খবর পেয়ে আমরা তার বাসায় যাচ্ছি। কিছু বিষয় নিয়ে মানসিক হতাশায় ছিলেন বলেও জানান তিনি।তবে প্রত্যক্ষদর্শীরা বলেন, সীমান্ত খোকনের লাশ যে অবস্থায় ছিল সেটা আত্মহত্যা না হয়ে অন্য কিছুও হতে পারে। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।
Subscribe
Subscribe to our newsletter to get our newest articles instantly!