বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ৩৫০ ফ্লাইটে দাম্মাম থেকে আজ (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টায় রওনা হবে প্রবাসী ফরিদের। বাংলাদেশ সময় (১৯ সেপ্টেম্বর) ভোর পৌনে ৪টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ২ নাম্বার টার্মিনালে পৌঁছবে।
গত ৬ জুলাই বাংলাদেশ সময় রাত দুইটা দিকে বাসায় অসুস্থ হয়ে পড়লে দাম্মাম জুবায়ের জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।
মো: ফরিদ মিয়া কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়নের খয়রত গ্রামের বাসিন্দা। তার বাবার নাম হাজী মো: আবদুল কাদির। নিহত ফরিদ আড়াই বছর আগে সৌদি আরবে যান। সেখানে নির্মাণ কাজের সুপারভাইজারের দায়িত্ব পালন করছিলেন।
গত জুলাই মাসের ৭ তারিখে তার মৃত্যু হলে ১১ তারিখ মরদেহ ফেরত পাওয়ার জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে তার পিতা হাজী আব্দুল কাদির আবেদন করেন। ২ মাস ১০ দিন পর মরদেহ দেশে আসছে।
Subscribe
Subscribe to our newsletter to get our newest articles instantly!