যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসের এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। গত বুধবার দূতাবাস চত্বরের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ভারতের ওয়াশিংটন দূতাবাসের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, ওয়াশিংটনের স্থানীয় পুলিশ ও সিক্রেট সার্ভিস এ মুহূর্তে মৃত্যুর ঘটনাটি তদন্ত করছে। দূতাবাসের ওই কর্মকর্তা আত্মহত্যা করতে পারেন বলেও সন্দেহ করা হচ্ছে।
আজ শুক্রবার এক বিবৃতিতে ভারতীয় দূতাবাস বলেছে, ‘গভীর দুঃখের সঙ্গে আমরা এটা নিশ্চিত করছি যে ভারতীয় দূতাবাসের একজন সদস্য ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় মারা গেছেন। মরদেহ দ্রুত ভারতে ফিরিয়ে আনার বিষয়টি নিশ্চিত করতে আমরা তাঁর পরিবার এবং সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে যোগাযোগ রাখছি।’
Subscribe
Subscribe to our newsletter to get our newest articles instantly!