চাই না রেনেসাঁ,চাই না নতুন কোন গণবিপ্লব,
চাই না নতুন বিশ্বাদেশ কিংবা নতুন কোন ধারণা-তত্ত্ব-মতবাদ।
চাইছি কেবল এমন একটি কবিতা যার প্রতিটি লাইন-
ক্ষুধার্তের কথা বলবে,মজলুমের কথা বলবে,বলবে সাম্যের কথা।
যে কবিতার পঙক্তিমিলে ছন্দিত হবে মানব-বিজয়ছন্দ।
খুলে দিবে মনের সকল দুয়ার যা ছিল অদ্যাবধি বন্ধ।
কবিতা পাবে মহাজাগতিক এমন কাব্যরস-
যা পানে কেঁটে যাবে বিশ্বমানবের তন্দ্রা,খুলে যাবে অন্তর্দৃষ্টি।
মাত্রাবন্দি মানুষকে করবে মাত্রামুক্ত, প্রকাশ্য হবে সকল সৃষ্টি;
কবিতার প্রতিটি স্তবক তুলে ধরবে মহাবিশ্বের চিরন্তন সত্য,
স্পষ্টভাবে ঘোষণা দিবে মানবের স্বাতন্ত্র্য,মাহাত্ম্য ও শ্রেষ্ঠত্ব।
চাইছি কেবল-তেমন একটি কবিতা।
Subscribe
Subscribe to our newsletter to get our newest articles instantly!