মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ১২ মে প্রকাশ করা হবে।
আজ সোমবার, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২ মে বেলা ১১.০০ টায় স্ব স্ব প্রতিষ্ঠান এবং অনলাইনে একযোগে ফলাফল প্রকাশিত হবে।
ফল প্রকাশের পর সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবে শিক্ষার্থীরা। ওয়েবসাইটে শিক্ষার্থীর রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, পরীক্ষার নাম, সাল ও শিক্ষা বোর্ড নির্ধারণ করে সাবমিট বাটনে ক্লিক করলেই ফলাফল পাওয়া যাবে।
অন্যদিকে প্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট পেতে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে রেজাল্ট কর্ণারে ক্লিক করে শিক্ষাপ্রতিষ্ঠানের ইআইআইএন (EIIN) নাম্বার এন্ট্রি করতে হবে।
এছাড়া মোবাইল ফোনে মেসেজের মাধ্যমেও ফল জানা যাবে। এক্ষেত্রে, ফোনের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবারো স্পেস দিয়ে পাসের সাল লিখে পাঠাতে হবে 16222 নম্বরে। পরবর্তীতে ফিরতি মেসেজের মাধ্যমে পরীক্ষার ফল জানিয়ে দেওয়া হবে।
উদাহরণ: SSC DHA 123456 2024, লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।
এর আগে গত ৩ মে শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১২ মে (রোববার) সকাল ১০টায় গণভবনে চলতি বছরের মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফল ও পরিসংখ্যান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হবে।
এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন। যা গতবারের চেয়ে প্রায় ৪৮ হাজার কম।
Related
Subscribe
Subscribe to our newsletter to get our newest articles instantly!