প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন কৃষিবিদ মসিউর রহমান হুমায়ূন।
গত রবিবার (২৮ জানুয়ারি) এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। উপ-সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী করা হয়েছে তাকে।
রাষ্ট্রপতির আদেশক্রমে, যুগ্ম সচিব ড. আশরাফুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার অভিপ্রায় অনুযায়ী ব্যারিস্টার কৃষিবিদ মসিউর রহমান হুমায়ূনকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হলো।
উল্লেখ্য, কৃষিবিদ মসিউর রহমান হুমায়ূনকে ২০১৯ সালেও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী করা হয়েছিল।
কৃষিবিদ মসিউর রহমান হুমায়ূন ছাড়া রোববার আরও চারজনকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। তারা হলেন– ফেরদৌস আহমেদ খান, ড. শহীদ হোসাইন, নিলুফার আহমেদ ও বিপ্লব বড়ুয়া।
Subscribe
Subscribe to our newsletter to get our newest articles instantly!