মুম্বাইয়ে বিশ্বকাপের সেই ম্যাচে ১২৮ বলে অপরাজিত ২০১ রানের সেই অবিশ্বাস্য ইনিংসের পর মঙ্গলবার আবার দেখা গেল অতিমানব ম্যাক্সওয়েলকে।
টি-টোয়েন্টি ম্যাচ প্রতিপক্ষ ভারত। ভারতের তোলা ৩ উইকেটে ২২২ তাড়া করতে নেমে অস্ট্রেলিয়াও ভীষণ চাপে। কিন্তু ম্যাক্সওয়েল থাকলে কিছুই যে অসম্ভব না! ৪৮ বলে অপরাজিত ১০৪ রান করার পথে ম্যাক্সওয়েল গড়লেন টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার হয়ে দ্রুততম শতকের রেকর্ড।
আর ম্যাচটা অস্ট্রেলিয়া জিতল একেবারে শেষ বলে ম্যাক্সওয়েলের মারা চারেই। ৫ উইকেটে দুর্দান্ত জয়ে সিরিজেও ঘুরে দাঁড়াল অস্ট্রেলিয়া। পাঁচ টি-টোয়েন্টির সিরিজে তিনটি ম্যাচ শেষে আপাতত ভারত এগিয়ে ২-১ ব্যবধানে।
এর আগে সিরিজের প্রথম ম্যাচে ২০০-এর বেশি রান তাড়া করে জেতে ভারত, দ্বিতীয় ম্যাচে ২৩৫ রান তুলে জয়। এই প্রথম টি-টোয়েন্টিতে কোনো সিরিজ বা টুর্নামেন্টে কমপক্ষে ৩ বার ২০০ পেরোল ভারত।
টসে হেরে ব্যাটিংয়ে নামা ভারত ২৪ রানের মধ্যেই হারায় দুই উদ্বোধনী ব্যাটসম্যান যশস্বী জয়সোয়াল ও ঈশান কিষানকে। এরপর নিয়ন্ত্রণ নিয়ে নেন গায়কোয়াড়। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের প্রথম শতকের পথে অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে ৪৭ বলে ৫৭ রানের পর তিলক বর্মার সঙ্গে মাত্র ৫৯ বলে তোলেন ১৪১ রান। গায়কোয়াড় ৩২ বলে ছুঁয়েছিলেন অর্ধশতক, পরের ৫০ রান করতে তাঁর লাগে মাত্র ২০ বল। ইনিংসে ১৩টি চারের সঙ্গে তিনি মারেন ৭টি ছক্কা।
শেষ ৩ ওভারেই ভারত তোলে ৬৭ রান। ৪ ওভারে ৬৪ রান দেওয়া অ্যারন হার্ডি ছুঁয়েছেন অস্ট্রেলিয়ার সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ড, গ্লেন ম্যাক্সওয়েল ১ ওভারেই দেন ৩০ রান। এই ডামাডোলে জেসন বেহরেনডর্ফ আবার ৪ ওভারে দেন মাত্র ১২ রান।
Subscribe
Subscribe to our newsletter to get our newest articles instantly!