সরকার দেশের মৌলিক অর্থনৈতিক কর্মকাণ্ডের পূর্ণাঙ্গ তথ্যভান্ডার তৈরি করার
সিদ্ধান্ত নিয়েছে। সরকারের পরিকল্পনা বাস্তবায়নে ব্যবসা-বাণিজ্য, শিল্প ও সেবা
খাতের প্রয়োজনীয় তথ্য সরবরাহ সহজ করতে গড়ে তোলা হবে তথ্যভান্ডার। এ লক্ষ্যে
সারা দেশে অর্থনৈতিক শুমারি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এই
শুমারি কার্যক্রম পরিচালনা করবে। সরকারের নিজস্ব অর্থায়নে ৫৭৯ কোটি ৫২ লাখ
৯৮ হাজার কোটি টাকা ব্যয়ে অর্থনৈতিক শুমারি ২০২৩ শীর্ষক একটি প্রকল্প গ্রহণ
করেছে সরকার।চলতি ২০২৩ সালে নেওয়া প্রকল্পটি ২০২৫ সালের ৩০ জুনের মধ্যে
বাস্তবায়িত হবে। সারা দেশেই এই শুমারির কাজ চলবে। কৃষিবহির্ভূত সব ধরনের
প্রতিষ্ঠান অর্থনৈতিক শুমারির আওতাভুক্ত হবে। বাংলাদেশের মৌলিক অর্থনৈতিক
কর্মকাণ্ডের একটি পূর্ণাঙ্গ তথ্যভান্ডার তৈরি করবে।যা ভবিষ্যৎ অর্থনৈতিক
কর্মকাণ্ড বিশ্লেষণের জন্য এ সংক্রান্ত জরিপের নমুনা ফ্রেম হিসেবে ব্যবহার করা
যাবে।
অর্থনৈতিক শুমারি পরিচালনা করলে জিডিপি প্রাক্কলনের প্রক্ষেপণ,যৌক্তিকীকরণ
এবং আধুনিকীকরণ হবে।ফলে দেশের জিডিপির আকার এবং এর প্রবৃদ্ধি সঠিকভাবে
নিরূপণ করা যাবে।অর্থনৈতিক শুমারিই হতে পারে খাতভিত্তিক অর্থনীতির গতি
প্রকৃতির পরিমাপক ও সরকারের অন্যতম তথ্যভান্ডার।
Subscribe
Subscribe to our newsletter to get our newest articles instantly!